For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি কর্মীদের জন্য বড় খবর, ফের মহার্ঘভাতা বৃদ্ধির পরিকল্পনা! ঠিক কতটা বাড়তে চলেছে বেতন

সরকারি কর্মীদের জন্য বড় খবর, ফের মহার্ঘভাতা বৃদ্ধির পরিকল্পনা! ঠিক কতটা বাড়তে পারে বেতন

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরের শুরুতেই সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মী (Central Govt Employee) এবং পেনশনভোগীরা (Pe4nsioner)। জানুয়ারি থেকেই তাঁদের মহার্ঘভাতা (DA) বৃদ্ধি হতে চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর দাবি নিয়ে এবার সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার।

কর্মীদের মহার্ঘভাতা বাড়বে

কর্মীদের মহার্ঘভাতা বাড়বে

এবার মহার্ঘভাতা ঠিক কতটা বাড়বে তা নিয়ে এখনও সিদ্ধান্ত কিছু হয়নি। এখনও পর্যন্ত নভেম্বর মাসের এআইসিপিআই-এর পরিসংখ্যান পাওয়া গিয়েছে। যা ধরলে ২ থেকে ৩ শতাংশের মতো মহার্ঘভাতা বৃদ্ধি হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩১ শতাংশ মহার্ঘভাতা পাচ্ছেন। এরপর যদি মহার্ঘভাতা ২-৩ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে তা ৩৩ থেকে ৩৪ শতাংশে গিয়ে দাঁড়াবে। অর্থাৎ ফের বেতনও বাড়বে।

কর্মীদের বেতন বাড়বে

কর্মীদের বেতন বাড়বে

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে তাঁদের মূল বেতনেও বৃদ্ধি হবে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যার ওপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি। যা কার্যকর হলে ন্যূনতম মূল বেতন বাড়বে।

 কীভাবে হিসেব

কীভাবে হিসেব

যদি ৩ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি পায়, তা হলে তা ৩৪ শতাংশে গিয়ে দাঁড়াবে। যাঁর সর্বনিম্ন মূল বেতন ১৮০০০ টাকা, তাঁর বার্ষিক মহার্ঘভাতা হবে ৭৩,৪৪০ টাকা। বার্ষিক বেতন বৃদ্ধি হবে ৬,৪৮০ টাকা।
৩১ শতাংশ হিসেবে ১৮ হাজার টাকার ওপরে মহার্ঘভাতা হয় ৫৫৮০ টাকা। আর ৩৪ শতাংশ হলে তা বৃদ্ধি পেয়ে হবে ৬১২০ টাকা। সেক্ষেত্রে বার্ষিক বৃদ্ধি ৫৪০x১২= ৬৪৮০ টাকা।
অন্যদিকে যাঁর সর্বোচ্চ মূল বেতন ৫৬৯০০ টাকা, তিনি এতদিন পর্যন্ত ৩১ শতাংশ হিসেবে মহার্ঘভাতা পেতেন ১৭৬৩৯ টাকা। তা ৩৪ শতাংশ হলে তা হবে ১৯৩৪৬ টাকা। অর্থাৎ বার্ষির বেতন বৃদ্ধি ১৭০৭x১২= ২০,৪৮৪ টাকা।

কবে বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন

কবে বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়লে, তা অবসরপ্রাপ্তদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। সেই ভাবেই ২০২২ সালের শুরুর মহার্ঘভাতা জানুয়ারি থেকেই কার্যকর হবে। তবে তা সাধারণভাবে ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়ে থাকে। সেই বৃদ্ধি কতটা তা এখনও স্পষ্ট হয়নি। ২০২১ সালের নভেম্বর পর্যন্ত এআইসিপিআই-এর পরিসংখ্যান এসেছে। ডিসেম্বরের পরিসংখ্যান জানুয়ারিরে শেষে আসবে। যার ভিত্তিতেই মহার্ঘভাতা বৃদ্ধি। তবে ঘোষণার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়।

দিন কয়েক আগে অবশ্য একটি ভুয়ো নির্দেশিকাকে ঘিরে মহার্ঘভাতা নিয়ে সংশয় তৈরি হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। সেখানে বলা হয়েছিল মহার্ঘভাতা ২০২২-এর জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। যদিও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, যার জেরে সংশয় তৈরি হয়েছে, তা ভুয়ো।

English summary
Modi Govt is going to increase DA for Central employees by 2-3% from January 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X