২০২১ বার্ষিক রাশিফল : মকর রাশি
মকর রাশির জাতক জাতিকারা ২০২১ সালে প্রেম জীবনে অনেক স্থিরা উপভোগ করতে পারবেন। বছরের প্রথমভাগে জুন পর্যন্ত প্রেমের ক্ষেত্রে ভাগ্য তুঙ্গে থাকবে। এই সময়ে অনেকে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন। অনেকেই এই বছর সম্পর্কে সিরিয়াস হওয়ার দিকে এগোবেন।


মকর রাশির জাতক জাতিকারা ২০২১ সালে স্বাস্থ্যের দিক দিয়ে অল্প কিছু সমস্যায় ভুগতে পারেন। কিছু ক্ষেত্রে লাগাতার রোগ আপনাকে বিব্রত করতে পারে। যোগভ্যাস জরুরি। বছরের শুরুতে আর্থিক ভাগ্যে সেভাবে উন্নতি দেখা যাবে না। টাকা রোজগারে সমস্যা আসতে পারে। এজন্য অর্থের বিষয়ে সঠিক নীতি ঠিক করে তারপর লড়াই শুরু করা প্রয়োজনীয়।
মকর রাশির জাতক জাতিকারা ২০২১ সালে সম্পত্তি ও টাকা পয়সা ধরে রাখতে সমস্যায় পড়বেন। বহু কাজেই আর্থিক অনটন সামনে আসবে। এপ্রিল মাস রোজগার খানিকটা বাড়তে পারে। তবে সারাটা বছরই সহজে অর্থ আসবে না বলেই মনে করা হচ্ছে।মকর রাশির জাতিকা ও জাতিকদের প্রেম জীবন একটু কম গতিতে এগিয়ে যাবে। তবে যত সময় এগিয়ে যাবে, ততই দেখা যাবে প্রেমের ভাগ্যে উন্নতি রয়েছে।