For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসন থেকে অর্জুন-দীনেশের লড়াইয়ে এগিয়ে কে! জ্যোতিষশাস্ত্র কী বলছে

সপ্তদশ লোকসভা নির্বাচনে দেশের প্রায় ৯০ কোটিরও বেশি ভোটার ভোট দিতে চলেছেন। গণতন্ত্রের এই সবচেয়ে বড় উৎসব ঘিরে ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ।

  • |
Google Oneindia Bengali News

সপ্তদশ লোকসভা নির্বাচনে দেশের প্রায় ৯০ কোটিরও বেশি ভোটার ভোট দিতে চলেছেন। গণতন্ত্রের এই সবচেয়ে বড় উৎসব ঘিরে ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ। ২৩ মে যদিও ভোটের ফলাফল ঘোষণা। তবে তার আগে, সমস্ত মহলেই জল্পনা , কৌতবহল তুঙ্গে। ২০১৯ সালে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের প্রধানমন্ত্রীর মসনদে কে বসতে চলেছেন ? এর খানিকটা ধারণা জ্যোতিষশাস্ত্রও দিচ্ছে। আজ দেখে নেওয়া যাক বাংলার ব্যারাকপুর লোকসভা আসনে তৃণমূলের দীনেশ ত্রিবেদী ও বিজেপির অর্জুন সিং এর মধ্যে কে এগিয়ে?

অর্জুন সিং সম্পর্কে কিছু তথ্য

অর্জুন সিং সম্পর্কে কিছু তথ্য

তৃণমূলের এককালের দাপুটে নেতা অর্জুন সিং এই নির্বাচনে বিজেপিতে যোগ দিয়ে , গেরুয়া শিবিরের টিকিটে লড়ছেন। ১৯৬২ সালের ২ এপ্রিল অর্জুন সিং এর জন্ম সেই অনুযায়ী তাঁর কোষ্ঠী বিচারে রবির প্রভাব দেখা গিয়েছে বলে দাবি জ্যোতিষশাস্ত্রবিদদের।

দীনেশ ত্রিবেদী সম্পর্কে তথ্য

দীনেশ ত্রিবেদী সম্পর্কে তথ্য

১৯৫০ সালের ৪ জুন দীনেশ ত্রিবেদীর জন্ম। সেই অনুযায়ী জ্যোতিষরা ভাগ্য গণনার ছক সাজিয়েছেন। তাতে দেখা গিয়েছে শনির সাড়েসাতির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।

অর্জুন সিংকে নিয়ে জ্যোতিষ গণনা কী বলছে?

অর্জুন সিংকে নিয়ে জ্যোতিষ গণনা কী বলছে?

কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান ইতিবাচক হওয়ায় ভোটারদের আকর্ষণ করার ক্ষমতা বা লাইমলাইট কে়ড়ে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন অর্জুন সিং। এমন কোনও জায়গা যেখানে থেকে তিনি সমর্থন আশা করেননি, সেরকম কেউ তাঁকে ভোটের লড়াইয়ে সমর্থন করতে আসতে পারেন বলে মনে করছেন বিভিন্ন জ্য়োতিষশাস্ত্রবিদরা।

দীনেশ ত্রিবেদীকে নিয়ে জ্যোতিষ গণনা কী বলছে?

দীনেশ ত্রিবেদীকে নিয়ে জ্যোতিষ গণনা কী বলছে?

তৃণমূলের প্রার্থী দীনেশ ত্রিবেদীর কোষ্ঠীতেও খুব শীঘ্রই বৃহস্পতির প্রভাব পড়তে চলেছে। এতে খনিকের জন্য দীনেশ ত্রিবেদীরক সমস্যা হলেও, তাঁর পরিশ্রম আন্তরিক হলে তা সাফল্য এনে দেবে বলে মত জ্যোতিষবিদদের।

[আরও পড়ুন:২০১৯ লোকসভা নির্বাচনে আসানসোলে মুনমুন নাকি বাবুল, কার পাল্লা বেশি ভারী ! জ্যোতিষ গণনা কী বলছে][আরও পড়ুন:২০১৯ লোকসভা নির্বাচনে আসানসোলে মুনমুন নাকি বাবুল, কার পাল্লা বেশি ভারী ! জ্যোতিষ গণনা কী বলছে]

[আরও পড়ুন:২০১৯ ভোটে উত্তরপ্রদেশে বিজেপির সাফল্যের সম্ভাবনা কতটা! জ্যোতিষ গণনায় পদ্মশিবিরের ভাগ্যে কী উঠে এলো][আরও পড়ুন:২০১৯ ভোটে উত্তরপ্রদেশে বিজেপির সাফল্যের সম্ভাবনা কতটা! জ্যোতিষ গণনায় পদ্মশিবিরের ভাগ্যে কী উঠে এলো]

English summary
Who Will Win In Barrackpore In Lok Sabha Election, Arjun Singh Or Dinesh Trivedi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X