For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাস্তু মতে করুন এই সামান্য উপায়, বাড়িতে সর্বদা বজায় থাকবে ধন সম্পত্তির আগমন

বাস্তু মতে করুন এই সামান্য উপায়, বাড়িতে সর্বদা বজায় থাকবে ধন সম্পত্তির আগমন

Google Oneindia Bengali News

প্রত্যেকেই চান যে তাঁদের জীবন ধন সম্পত্তি এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। এবং সকলে একমাত্র তারজন্যই বিভিন্ন রকমের জীবিকা নির্বাহ করে থাকেন। সকলে তারজন্য নিজের নিজের কাজের ক্ষেত্রে পরিশ্রমও করেন। কিন্তু এমন অনেক সময়ই দেখা যায় যে সবরকম ভাবে কঠোর পরিশ্রম করার পরেও বহু মানুষ নিজেদের ইচ্ছা বা যোগ্যতার উপযুক্ত অর্থ আয় করতে পারেননা। অনেকের হাতে আবার পর্যাপ্ত টাকাই আসে কিন্তু সেই টাকা মোটেই স্থায়ী হয় না। আর এইসব কারণে সেই সকল মানুষক এবং তাঁদের পরিবারকে আর্থিক সমস্যা ছাড়াও আরও অনেক সমস্যায় পড়তে হয়। এমন অবস্থায় যদি কেউ উপযুক্ত অর্থ উপার্জন করতে চান, এবং সেইসঙ্গে নিজেদের সম্পদের সঞ্চয়ের পরিমাণও বাড়াতে চান তাহলে বাস্তু শাস্ত্র অনুযায়ী কিছু সামান্য উপায় করলেই তা সম্ভব। কারণ সনাতন বাস্তু শাস্ত্রে অনেক প্রতিকারের কথা বলা আছে যা নির্দিষ্ট নিয়মে পালন করলে অর্থ সংক্রান্ত যে কোনও সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। এটি বিশ্বাস করা হয় যে যদি কোনও ব্যক্তির জীবনে সর্বদা আর্থিক সমস্যা থাকে বা অর্থ উপার্জনের উপায়ে সমস্যা থাকে তবে তাঁর বাড়ির কিছু নির্দিষ্ট জিনিসের প্রতি বিশেষ নজর দেওয়া উচিত। জেনে নেওয়া যাক বাস্তু অনুযায়ী সেই নিয়মগুলি কী কী, যা আর্থিক সমস্যা দূর করে এবং সকলের সামনে সম্পদ লাভের রাস্তা খুলে দেয়।

বাস্তু মতে সিন্দুক রাখার দিক

বাস্তু মতে সিন্দুক রাখার দিক

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সিন্দুক বা টাকা রাখার জায়গার মুখ সবসময় উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত। এটি করলে ঘরে কখনও টাকা পয়সার অভাব হয় না। বাস্তু মতে এটি বিশ্বাস করা হয় এতে সেই পরিবারের সিন্দুক বিভিন্ন অলংকার ও টাকায় ভরে থাকে সর্বদা। অন্যদিকে, কেউ যদি ভল্টটি পশ্চিম বা দক্ষিণ দিকে মুখ করে রাখেন তবে তার ফলে সেই পরিবার বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। তাই এই বিষয় মাথায় রাখা দরকার।

 বাড়ির মূল দরজার প্রতিকার

বাড়ির মূল দরজার প্রতিকার

বাস্তু মতে ধন-সম্পদ লাভের জন্য যে কোনও বাড়িতে প্রবেশের মূল দরজার দিকে সবসময় নজর রাখা উচিত। মূল দরজার সামনে কখনও নোংরা আবর্জনা জমতে দেওয়া ঠিক নয়। প্রতিদিন মূল দরজার সামনে ঝাড়ু দিয়ে জল ছিটিয়ে দিতে হবে। এছাড়াও, সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ মূল দরজার এক কোণে জ্বালালে তা খুব শুভ বলে বিবেচিত হয়। প্রদীপ জ্বালানোর সময় অর্থলাভের কামনা করলে অপার সম্পদ লাভ হয়।

সাতটি ঘোড়ার গুরুত্ব

সাতটি ঘোড়ার গুরুত্ব

বাস্তু শাস্ত্র অনুসারে রথে বাঁধা সাতটি ঘোড়াকে সূর্যের রথের চালকের সঙ্গে তুলনা করা হয়। তাই বাড়িতে সাতটি ঘোড়ার ছবি রাখা খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। এই ধরনের ছবি বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখলে সেই বাড়িতে আয় উন্নতি হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার হয়।

দেওয়ালে সুন্দর ছবি

দেওয়ালে সুন্দর ছবি

বাড়ির দেয়ালে খুব সুন্দর সুন্দর ছবি টানিয়ে রাখলে শুধু ঘরের সৌন্দর্যই বাড়ে না, সেই সঙ্গে ধন সম্পদও বাড়ে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ ও পূর্ব দিকের দেওয়ালে প্রকৃতি সম্পর্কিত জিনিসের ছবি, যেমন পাহাড়, গাছ, ফুল বা কোনও সুন্দর দৃশ্যর ছবি টানিয়ে রাখা খুব শুভ বলে মনে করা হয়ে থাকে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ ও বাস্তু শাস্ত্রের উপর নির্ভরশীল)

এই রাশির মানুষেরা খুব অলস প্রকৃতির হন, তাই এরা জীবনে সফলতা পান না এই রাশির মানুষেরা খুব অলস প্রকৃতির হন, তাই এরা জীবনে সফলতা পান না

বাড়ির দেয়ালে খুব সুন্দর সুন্দর ছবি টানিয়ে রাখলে শুধু ঘরের সৌন্দর্যই বাড়ে না, সেই সঙ্গে ধন সম্পদও বাড়ে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ ও পূর্ব দিকের দেওয়ালে প্রকৃতি সম্পর্কিত জিনিসের ছবি, যেমন পাহাড়, গাছ, ফুল বা কোনও সুন্দর দৃশ্যর ছবি টানিয়ে রাখা খুব শুভ বলে মনে করা হয়ে থাকে।(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ ও বাস্তু শাস্ত্রের উপর নির্ভরশীল)

English summary
special vastu tips to get good financial luck in home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X