For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুন মাসে কখন পড়ছে পূর্ণিমা! তারিখ, তিথি সহ এমন দিনের চাঁদের বিভিন্ন নামকরণ একনজরে

  • |
Google Oneindia Bengali News

সামনেই আসছে বট- পূর্ণিমা। কথিত রয়েছে এমন এক পূর্ণিমায় স্বামীর মঙ্গলকামনায় স্ত্রীরা বিভিন্ন আচার রীতি পালন করেন। ফলে এই আসন্ন পূর্ণিমার তিথি কখন থেকে পড়ছে তার দিকে নজর থাকেই। এদিকে, এই বিশেষ পূর্ণিমার কয়েকটি বিশেষ নামকরণ রয়েছে। নজর রাখা যাক সেদিকেও।

কখন পড়ছে পূর্ণিমা?

কখন পড়ছে পূর্ণিমা?

২৪ জুন পড়ছে পূর্ণিমা। সেদিন রাত ৩:২৩ মিনিট থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। এই তিথি চলবে, ২৫ জুন রাত ১২:০৯ মিনিট পর্যন্ত। এই সময় গুজরাত, মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে মহিলারা নানান ধরনের ব্রত পালন করেন।

 বট পূর্ণিমায় কোন পুজো বিধি পালিত হয়?

বট পূর্ণিমায় কোন পুজো বিধি পালিত হয়?

জ্যেষ্ঠ পূর্ণিমা বা বট পূর্ণিমায় ভরাট চাঁদের জ্যোৎস্নায় দাঁড়িয়ে স্বামীর মঙ্গল কামনায় একটি ধাগা বাঁধেন স্ত্রীরা। একটি বট গাছের সামনে দাঁড়িয়ে পুজো বিধি সেরে স্বামীকে সেই ধাগা পরিয়ে দেন স্ত্রীরা।

 কোন পৌরাণিক কাহিনির ওপর নির্ভর করছে এই দিনের বিশেষ ব্রত?

কোন পৌরাণিক কাহিনির ওপর নির্ভর করছে এই দিনের বিশেষ ব্রত?

ভারতের বিভিন্ন কোণে মূলত, সাবিত্রী সত্যবানের বিখ্যাত কাহিনিকে ঘিরেই পালিত হয় পুজো বিধি। স্বামী সত্যবানের মৃত্যুর পর যমরাজকে ছলনা করে স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে বাধ্য করেছিলেন সাবিত্রী। সেই পৌরাণিক ঘটনা অবলম্বনেই রয়েছে এমন দিনের বিশেষ পুজো বিধি।

 বিশেষ চাঁদের কোন নামকরণ আমেরিকায়?

বিশেষ চাঁদের কোন নামকরণ আমেরিকায়?

বট পূর্ণিমার দিন যে বিশেষ চাঁদ আকাশে দেখা যায়, তাতর নামকরণ আমেরিকায় স্ট্রবেরি মুন হিসাবে রয়েছে। চাষাবাদের মরশুমে এই চাঁদ দেখা যায় বলে ফসল হিসাবে স্ট্রবেরির নাম থেকে এমন চাঁদের নামকরণ হয়েছে।

 এই চাঁদকে ইউরোপে কী বলা হয়?

এই চাঁদকে ইউরোপে কী বলা হয়?

ইওরোপে জুন মাসের পূর্ণিমা 'হানি মুন' বা 'মধুচন্দ্রিমা' হিসাবে খ্যাত। মূলত, জুন মাসে ইওরোপে বেশি বিবাহ সম্পন্ন হওয়ার রীতি দেখা যায়। তার জেরে বিয়ের পর দম্পতির মধুচন্দ্রিমার দিকটি মাথায় রেখেই এমন নাম। আবার এই চাঁদকে ইওরোপের বিশেষ খাবার মিডের নামে নামাঙ্কিত করে মিড মুনও বলা হয়। ইওরোপের কোনও কোনও অংশে আবার এমন চাঁদকে রোজ মুন বলা হয়।

English summary
Purnima in June 2021, know date , time, Puja Vidhi, and it's various names
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X