
অগাস্ট ২০২২ মাসিক রাশিফল : তুলা রাশি
আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার আয় বাড়ানোর চেষ্টা করছেন, তবে এই সময়ে সাফল্য পেতে পারেন। কিন্তু ব্যয় বৃদ্ধির কারণে সমস্যায় পড়বেন। আয়ের কথা মাথায় রেখেই খরচ করুন। চাকুরিজীবীদের খুব পরিশ্রম করতে হতে পারে। কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীদের খুব সতর্ক থাকতে হবে। অর্থের ক্ষেত্রে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। পার্টনারশিপে ব্যবসায়ীদের এই সময়টি মোটামুটি কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ বাড়তে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া হবে। স্বাস্থ্য খুব ভাল থাকবে না।
উপায়: প্রতিদিন স্ফটিকের শিবলিঙ্গের পুজো সাদা রঙের চন্দন দিয়ে করান। শিবমন্ত্রের জপ করুন।
রাশির উপাদান : বায়ু
রাশির অধিপতি : শুক্র
শুভ নম্বর : ২, ১৯, ২৪, ৩৩, ৪৬, ৫১
শুভ দিন : সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার
শুভ রঙ : সবুজ, কমলা, সাদা, গাঢ় লাল

তুলা রাশির বৈশিষ্ট
তুলা রাশির জাতক জাতিকারা মূলত নিয়মানুবর্তিতা পছন্দ করেন। পছন্দ করেন সামঞ্জস্য। পাশপাশি, এঁরা খুব মিশুকে হন। সকলের সঙ্গে মিলেমিশে কাজ না করতে পারলে এঁদের শান্তি হয় না! অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এঁরা। আর তার জেরেঅ এঁদের মেধা তুলনাহীন।

কর্ম
এঁরা শান্ত স্বভাবের হন। তাই মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে পারেন। নিখুঁত ভাবে যতক্ষণ না কোনও কাজ শেষ হচ্ছে , ততক্ষণ শান্তি নেই এঁদের। সাধারণত শৈল্পিক সত্ত্বার জেরে এঁরা সাফল্য পেয়ে থাকেন নিজের কাজে। নিজের কাজে এঁরা ভীষণভাবে অবিচন থাকেন।

প্রেম
এঁদের প্রেমজীবন অত্যন্ত সুন্দর। তুলা রাাশির পুরুষ হোন বা মহিলা, এঁর অত্যন্ত আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারী হন। ফলে এঁদের প্রেমে সহজেই মানুষ পড়ে যান।