For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোল মাছ থেকে ফ্রায়েড রাইস, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুজোয় কী কী ভোগ দেওয়া হয় জানুন

Google Oneindia Bengali News

শুক্রবার ২৬ অগাস্ট থেকে শুরু হয়ে যাবে কৌশিকি অমাবস্যা। ভাদ্রমাসের শুরুতে এই অমাবস্যা হওয়ায় একে ভাদ্র অমাবস্যাও বলা হয়ে থাকে। বিশেষ এই দিন উপলক্ষ্যে তারাপীঠে নেমেছে ভক্তের ঢল ৷ মা তারার পুজো দেখতে দুর-দুরান্ত থেকে ভক্তরা আজ তারাপীঠে ভিড় জমিয়েছেন। শুক্রবার মধ্যরাত থেকে তারাপীঠে কৌশিকী অমাবস্যার বিশেষ পুজো শুরু হয়ে যাবে। আর পুজোর বিশেষ ভোগ তৈরির তোড়জোড় ইতিমধ্যেই তারাপীঠে শুরু হয়ে গিয়েছে।

সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করে‌ন এদিন

সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করে‌ন এদিন

কথিত আছে, এই দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি। ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। আর তারাপীঠে এই পুজোর গুরুত্ব সবার থেকে আলাদা।

তন্ত্রমতে মা কালীর পুজো

তন্ত্রমতে মা কালীর পুজো

এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। মা কালী সেজে ওঠেন সোনার গয়নায়, নতুন বস্ত্রে। কৌশিকী অমাবস্যার এই পুণ্য তিথিতে দেবী কালীর পুজো চলে তন্ত্রমতে। বিশেষভাবে তৈরি হয় দেবীর প্রসাদ। জানেন কি, কোন কোন পদ থাকে দেবীর ভোগে?

কী কী ভোগ দেওয়া হয় মা তারাকে

কী কী ভোগ দেওয়া হয় মা তারাকে

এদিন, চারভাগে দেবীকে ভোগ দেওয়া হয়। সকাল,দুপুর,সন্ধ্য়া এবং রাত্রে। চার দফার ভোগের মধ্যে দুপুরে দেওয়া হয় অন্নভোগ। ফ্রায়েড রাইস, সাদাভাত,বাসন্তী পোলাও, সাত রকম ভাজা দেওয়া হয় অপরাহ্ন ভোগে। সন্ধ্য়ায় মঙ্গল আরতির পর পাঁচ রকম ফল, পাঁচ রকম মিষ্টি ও ক্ষীর দিয়ে বিশেষ শীতল ভোগ দেওয়া হয়। রাতে দেওয়া হয় বলির মাংস, মাছ ও কারণ ভোগ। থাকে '‌মায়ের বিশেষ পছন্দ'‌ পোড়া শোলমাছও। যেহেতু, তন্ত্রমতে পুজো, তাই বলির মাংস ও কারণবারি ভোগ দেওয়া বাধ্য়তামূলক বলেই মনে করেন পুরোহিতরা। শাস্ত্রমতে, তন্ত্রসাধনায় ভীষণ জরুরি কারণবারি ও মাংস।

তারাপীঠে কৌশিকী অমাবস্যার পুজোর মাহাত্ম্য

তারাপীঠে কৌশিকী অমাবস্যার পুজোর মাহাত্ম্য

আর পাঁচটা অমাসব্যার থেকে কৌশিকী অমাবস্যার গুরুত্ব তারাপীঠে অনেকটাই বেশি। প্রতি বছর এই দিনে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই সাধন পীঠে। ২৬ অগাস্ট শুক্রবার পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যা শুরু হবে দুপুর ১২টা ১ মিনিট থেকে এবং তা থাকবে শনিবার দুপুর ১টা ২৩ মিনিট পর্যন্ত। তারাপীঠে শুক্রবার মধ্যরাত থেকে মা তারার বিশেষ পুজো শুরু হয়ে যাবে।

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পিছিয়ে, রীতি মেনে লন্ডনে গো মাতার পুজো করলেন সস্ত্রীক ঋষি সুনকপ্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পিছিয়ে, রীতি মেনে লন্ডনে গো মাতার পুজো করলেন সস্ত্রীক ঋষি সুনক

English summary
Find out which bhog offer to Maa Kali in Kaushiki Amavasya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X