For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মকর সংক্রান্তির পর্ব শেখায় জীবনের পাঠ, জেনে নিন কীভাবে সফলতা পাওয়া যায়

মকর সংক্রান্তির পর্ব শেখায় জীবনের পাঠ, জেনে নিন কীভাবে সফলতা পাওয়া যায়

Google Oneindia Bengali News

‌শুক্রবার ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। সূর্য রোজের মতো নিজের সফরে রয়েছে, কিন্তু শুক্রবার সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেছে। এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়া, এই গোচরকেই সংক্রান্তি বলা হয়। এই সংক্রান্তিকে উত্তরায়ণও বলা হয়ে থাকে। কারণটাও একই, সূর্য এখন ধীরে ধীরে দক্ষিণ থেকে উত্তরে চলে যাচ্ছে। আরেকটি বিশেষ বিষয় হল উত্তরায়ণে দিন বড় হয় এবং রাত ছোট হয়। মকর সংক্রান্তির দিন সূর্যের বিশেষ পুজো করা হয়। কিন্তু এই পর্বে জীবনের ও উন্নতির অনেক সূত্র লুকিয়ে রয়েছে। পেশাদার হোক বা ব্যক্তিগত, মকর সংক্রান্তি থেকে অনেক কথাই শেখা যায়। সেরকমই ১০টি বচন আমরা শিখে নেব।

লক্ষ্য ও উদ্দেশ্য উভয়ই উচ্চ হওয়া উচিত

লক্ষ্য ও উদ্দেশ্য উভয়ই উচ্চ হওয়া উচিত

মকর সংক্রান্তির সরাসরি সম্বন্ধ সূর্য ও আকাশ মানে উচ্চতলের সঙ্গে রয়েছে। মকর সংক্রান্তির প্রথম বার্তা হল জীবনে উচ্চ পর্যায় অর্জন করুন। তার জন্য প্রয়োজন আপনার লক্ষ্য ও টার্গেট দু'‌টোই যেন উচ্চ হয়।

 শুধু চিন্তা নয়, চেষ্টার করার মাধ্যমে লক্ষ্য অর্জন হবে

শুধু চিন্তা নয়, চেষ্টার করার মাধ্যমে লক্ষ্য অর্জন হবে

মকর সংক্রান্তির দ্বিতীয় বার্তাও খুব কাজের। উদ্দেশ্য বড় যদি হয়, উচ্চ যদি হয়, তবে তার জন্য চেষ্টাও অতটাই জোরদার হতে হবে। বড় টার্গেট অর্জন করার জন্য আপনার সাহস ও চেষ্টাও ততটাই দমদার হতে হবে। তখনই আকাশ ছুঁতে পারবেন। শুধুমাত্র লক্ষ্য স্থির করে কিছু হবে না।

 সব কাজ স্পষ্ট করে করুন, বিভ্রান্ত হবেন না

সব কাজ স্পষ্ট করে করুন, বিভ্রান্ত হবেন না

মকর সংক্রান্তি সূর্যকে পুজো করার উৎসব। সূর্যের অর্থ উজ্জ্বল। তাই আমরা যে কাজটাই করব তাতে যেন স্পষ্টতা থাকে। অন্ধকার অর্থাৎ অজ্ঞান বিভ্রান্তির কারণ হতে পারে। সফলতার রাস্তায় বিভ্রান্তের কোনও জায়গা নেই।

পরিস্থিতির সঙ্গে বদলান, সফলতা শীঘ্র পাবেন

পরিস্থিতির সঙ্গে বদলান, সফলতা শীঘ্র পাবেন

মকর সংক্রান্তি হল ঘুড়ি ওড়ানোর উৎসব। ঘুড়ি ওড়ানোর নিয়ম হল, যেদিকে হাওয়া বইছে ওইদিকেই ঘুড়ি ওড়ানো উচিত। হাওয়া তার দিক বদলালে ঘুড়িও তার দিশা বদলে নেবে। সফলতা পাওয়ার সূত্রও একই। যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী নিজেকে বসিয়ে নিন। পরিবর্তন কে মেনে নিন। এটা আপনার ক্ষমতা ও সময় উভয় বাঁচিয়ে রাখবে।

নিজের ঘুড়ি নিয়ন্ত্রণে রাখুন, সবর্দা সুতো নিজের হাতে রাখুন

নিজের ঘুড়ি নিয়ন্ত্রণে রাখুন, সবর্দা সুতো নিজের হাতে রাখুন

ঘুড়ি আকাশে যতই উঁচুতে উড়ুক না কেন, তা ততটাই আনন্দ দেবে, যতক্ষণ তার সুতো আপনার হাতে রয়েছে। ঘুড়ি হোক, মন হোক বা আমাদের সফলতা, সবকিছুর উচ্চতা ততক্ষণই ভালো লাগে যতক্ষণ তার নিয়ন্ত্রণ আমাদের হাতে রয়েছে। যখনই তার নিয়ন্ত্রণ আমাদের হাতের বাইরে চলে যায়, তখনই তা নীচের দিকে পড়তে শুরু করে। তাইজন্য এটা খুব প্রয়োজন যে কোনও পরিস্থিতিতে আমাদের হাত থেকে নিয়ন্ত্রণের সুতো যেন না ছেড়ে যায়।

 ব্যবহার ও ভাষা

ব্যবহার ও ভাষা

মকর সংক্রান্তিতে তিল-গুড় খাওয়ার পরম্পরা অনেক পুরনো। তিল খুব গরম হয় এবং গুড় গ্লুকোজ ও মিষ্টি হয়। এটা আজকের নেতৃত্বকারীদের জন্য খুব প্রয়োজনীয় জিনিস। আপনার ব্যবহারে গুরুগম্ভীর হওয়া উচিত কিন্তু শব্দ যেন মিষ্টি হয়। তবেই আপনি আপনার কাজ ও টিমের অন্য সদস্যদের সঙ্গে সহায়তা করে কাজ করতে পারবেন।

সম্পর্ক সবচেয়ে বড় পুঁজি, সামলে রাখুন

সম্পর্ক সবচেয়ে বড় পুঁজি, সামলে রাখুন

মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে। জ্যোতিষের দৃষ্টি দিয়ে যদি দেখেন তবে মকর শনির রাশি। শনি সূর্যদেবের পুত্র। শনির রাশিতে সূর্যের প্রবেশের অর্থ একপ্রকার দেখতে হলে ছেলের ঘরে বাবার প্রবেশ। এটা সম্পর্কের উৎসব। তাই নিজের সব সম্পর্কগুলিকে সামলে রাখুন এবং সময় সময় এগুলির প্রতি যত্নবান হন। মকর সংক্রান্তি শেখায় সম্পর্ক আমাদের সবচেয়ে বড় পুঁজি। একে যত্ন করে রাখুন।

দিন বড় হচ্ছে, বেশি করে অ্যাক্টিভ হন, আলস্য নয়

দিন বড় হচ্ছে, বেশি করে অ্যাক্টিভ হন, আলস্য নয়

মকর সংক্রান্তি থেকে দিন বড় হতে শুরু করে দিয়েছে। সূর্যাস্ত দেরি করে হচ্ছে। দিন বড় হওয়া আমাদের বলছে ঘুমোব কম এবং জেগে থাকব বেশি। নিজের টার্গেটের ওপর মনোযোগ দিন। আরাম করে সময় কাটাবেন না।

 শুভ কাজ শুরু করে দিন

শুভ কাজ শুরু করে দিন

সূর্যের মকর রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে মলমাস শেষ হয়ে যাচ্ছে এবং বিয়ে সহ সব ধরনের মাঙ্গলিক কাজ শুরু হয়ে যাবে। যতক্ষণ সূর্য ধনু রাশিতে থাকে, ততক্ষণ সব মাঙ্গলিক কাজে বাধা পড়ে। এই পর্ব বলছে শুভকাজ শুরু করে দিন। নতুন ব্যবসা থেকে শুরু করে নতুন সম্পর্ক সব কাজ এখনই শুরু করে দিন। মকর সংক্রান্তি ও উত্তরায়ণ দু'‌টোই মঙ্গল সময়ের প্রতীক।

 হার–জিত নিয়ে না ভেবে পরিস্থিতির আনন্দ নিন

হার–জিত নিয়ে না ভেবে পরিস্থিতির আনন্দ নিন

ঘুড়ি ওড়ানোয় হার-জিত দেখবেন না, ঘুড়ি যদি কেটেও যায় তার জন্য দুঃখ করবেন না। বরং বার বার চেষ্টা করে যান, সফলতা অবশ্যই পাবেন। একবার অসফল হলে দুঃখ পাবেন না বা ভেঙে পড়বেন না বরং সেই ভুলগুলিকে শুধরে নতুন উদ্যমে চেষ্টা করুন। সফল অবশ্যই হবেন।

English summary
inspiring life lesson learn on makar sankranti
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X