For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি বছরে সাত বার ঘর পরিবর্তন করবে মঙ্গল, কাদের ভাগ্য খুলবে, দেখুন

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে আমরা গ্রহদের সেনাপতি বলেই জানি। এই যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপরেই বিশেষ প্রভাব ফেলে সে। ২০২৩ সালে মঙ্গল সাতবার পথ পরিবর্তন করবে।

  • |
Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের একটি বিশেষ প্রভাব আছে । এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপরেই বিশেষ প্রভাব ফেলে সে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে। চলতি বছরে মোট সাতবার ঘর পরিবর্তন করবে মঙ্গল গ্রহ। এই সময় সকল রাশির ব্যক্তিদের ওপরেই বিশেষভাবে প্রভাব ফেলবে সে। মঙ্গলকে আমরা গ্রহের সেনাপতি বলেই জানি। মঙ্গল ঘর পরিবর্তন করায় মীন কুম্ভ রাশির ব্যক্তিদের জীবনে সাফল্য আনবে। সকল কাজেই তাঁরা উন্নতি করতে পারবেন।

কোন কোন রাশির অধিপতি মঙ্গল

কোন কোন রাশির অধিপতি মঙ্গল

মঙ্গলকে বৃশ্চিক রাশির অধিপতি বলেও মনে করা হয়। তাই মঙ্গল ঘর পরিবর্তন করায় এই দুই রাশির জীবনে সাফল্যের সময় শুরু হবে। মঙ্গল তাদেরকে কখনোই অশুভ ফল দেবেন না। যে সকল ব্যক্তির জন্মকুণ্ডলীতে মঙ্গল শুভ স্থানে রয়েছে তাদের জীবনের সাফল্যের সময় শুরু। তবে এই সময়ে জয়েন্টের ব্যথা বাড়তে পারে, রক্তশূন্যতার মতন রোগ আসতে পারে আপনার, তবে শরীর খারাপ হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। মাথা ঠান্ডা করে সকল কাজ করলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে।

কোন সময়ে, কবে মঙ্গল ঘর পরিবর্তন করবে, দেখুন

কোন সময়ে, কবে মঙ্গল ঘর পরিবর্তন করবে, দেখুন

  • চলতি বছরের মার্চ মাসের ১৩ তারিখ, সোমবার সকাল ৫ টা ৩৩ মিনিটে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল।

  • ১০ মে বুধবার দুপুর ২ টো ১৩ মিনিটে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে।

  • পয়লা জুলাই শনিবার ২ টো ৩৮ মিনিটে কর্কট থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে।

  • ১৮ অগাস্ট শুক্রবার বিকেল ৪ টে ১৩ মিনিটে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে।
  • অক্টোবরের ৩ তারিখ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ১৭ মিনিটে কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে।

  • নভেম্বরের ১৬ তারিখ, বৃহস্পতিবার সকাল ১১ টা ৪ মিনিটে তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে।

  • ২৮ ডিসেম্বর বুধবার দুপুর ১২ টা ৩৭ মিনিটে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে।

 মঙ্গলকে শক্তিশালী করতে কী করবেন

মঙ্গলকে শক্তিশালী করতে কী করবেন

যখন কোন রাশির ব্যক্তিদের জন্মকুণ্ডলীতে মঙ্গল শুভ স্থানে থাকে তখন তাদের জীবনে সাফল্য মেলে, যদি আপনাদের জন্মকুণ্ডলীতে মঙ্গল অশুভ স্থানে থাকে তখন জীবনে নানান সমস্যায় পড়তে হয়, তাকে আরও শক্তিশালী করতে হাতে একটি লাল রঙের সুতো পড়বেন, যদি সেটি না পারেন তাহলে একটু লাল রঙের সুতো আপনাদের মানিব্যাগে রাখুন। সেই সঙ্গে প্রত্যেক মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে তাকে পুজো দেবেন। বোঁদে বা লাড্ডু দিয়ে পুজো দেবেন, তাহলে আপনার জীবনে সাফল্য আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Jupiter Effect: এপ্রিলেই ঘর পরিবর্তন করবে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় ভাগ্য ফিরবে কাদের? Jupiter Effect: এপ্রিলেই ঘর পরিবর্তন করবে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় ভাগ্য ফিরবে কাদের?

English summary
in astrology mars will change house seven times in this year do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X