For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধনতেরসে এই কাজগুলি করলে সমস্যা পিছু ছাড়বে না, রুষ্ট হতে পারেন মা লক্ষ্মী

Google Oneindia Bengali News

ধনতেরস প্রত্যেক বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয়। দিওয়ালীর সূচনা ধনতেরসের দিন থেকেই পালন করা হয়। এই বছর ত্রয়োদশী তিথি দু'‌দিন অর্থাৎ ২২ ও ২৩ অক্টোবর পড়েছে। এরকম অবস্থায় কেউ কেউ ২২ আবার কেউ কেউ ৩ অক্টোবর ধনতেরস পালন করবেন। এরকম অবস্থায় এইদিন এমন কিছু কাজ রয়েছে যা ভুলেও করা উচিত নয়। নয়তো পুরো বছর সমস্যার সম্মুখীন হতে হবে।

ঘর খালি রাখবেন না

ঘর খালি রাখবেন না

ধনতেরসের দিন মা লক্ষ্মীকে পুজো করার বিধান রয়েছে। এইদিন ঘরেতে থাকা উচিত। বিশেষ করে সন্ধ্যার সময় বাড়ি খালি করে কোথাও যাওয়া উচিত নয় এবং দরজা খোলা রাখা উচিত। এরকম না করলে মা লক্ষ্মী রাগ করেন।

প্রদীপ ‌জ্বালান

প্রদীপ ‌জ্বালান

ধনতেরসের দিন দক্ষিণ দিশায় প্রদীপ জ্বালান এবং এর মধ্যে একটি কয়েন ও কড়ি অবশ্যই দিন। প্রদীপ জ্বালানোর পর দক্ষিণের দিকে মুখ করে পূর্বপুরুষদের স্মরণ করুন। এরপর ধনতেরসের দিন পাঁচটি প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর পাশে রেখে দিন। এরপর এক একটি প্রদীপ প্রধান দরজা ও জলের জায়গায় জ্বালিয়ে রাখুন।

লেনদেন নয়

লেনদেন নয়

ধনতেরসের সন্ধ্যায় অর্থের লেনদেন করতে নেই। এটা করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং বাড়ির আর্থিক স্থিতি খুব ভালো থাকে। ধনতেরসের দিন গোটা ধনে কিনতে ভুলবেন না। এতে বাড়িতে আরও ধন সমৃদ্ধি আসে।

আমিষ খাবার খাবেন না

আমিষ খাবার খাবেন না

ধনতেরস ও দিওয়ালীর দিন ভুলেও মাছ-মাংস বা কোনও ধরনের আমিষ খাবার খাবেন না। এইদিন একেবারে পেঁয়াজ, রসুন ছাড়া নিরামিষ খাবার খান। কারণ মা লক্ষ্মী শুদ্ধ ও পবিত্র বাড়িতে বসবাস করেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন, যদি ধনতেরস–দিওয়ালীতে করেন এই জিনিসগুলি দানমা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন, যদি ধনতেরস–দিওয়ালীতে করেন এই জিনিসগুলি দান

English summary
Don't forget to do these things on the day of Dhanteras, the problem will not go away
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X