For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজোর সম্পত্তি-সমৃদ্ধি বাড়াতে রয়েছে ঘরের লক্ষ্মীর আরাধনার কিছু রীতি! জ্যোতিষ টিপস একনজরে

দুর্গাপুজোর সম্পত্তি-সমৃদ্ধি বাড়াতে রয়েছে ঘরের লক্ষ্মীর আরাধনার কিছু রীতি! জ্যোতিষ টিপস একনজরে

  • |
Google Oneindia Bengali News

মনে করা হয়, নবরাত্রির সময়ে বেশ কয়েকটি পন্থা অবলম্বন করলে তবেই ঘরে ফেরে কাঙ্খিত শান্তি। বলছেন জ্যোতিষবিদরা। উল্লেখ্য, শান্তি বিভিন্নভাবে বিঘ্নিত হতে পারে। কখনও আর্থিক কষ্টের জেরে শান্তি বিঘ্নিত হয়, আবার কখনও প্রবল কলহের জেরে পারিবারিক শান্তি বিঘ্নিত হয়। ফলে শান্তি বিঘ্ন হওয়ার বিভিন্ন ধরণ রয়েছে। এই পরিস্থিতিতে জ্যোতিষমতে বলা হচ্ছে, ঘরে বসেই দুর্গাপুজোর সময় বেশ কিছু পন্থা অবলম্বন করা যায়, যেখানে আর্থিক কষ্টকে দূর করে দেওয়া সম্ভব।

দুর্গাপুজোর সময় কী কিনবেন?

দুর্গাপুজোর সময় কী কিনবেন?

দুর্গাপুজোর সময় নবরাত্রির পুজোও চলে। নবদূর্গার আরাধনায় দুর্গাপুজোর সময় বহু জিনিসের খরিদারিতে ঘরে আসে শান্তি ও সম্পত্তি। বলছেন জ্যোতিষবিদরা। এই সময়ে যদি সোনা আর রুপোর বাসন কেনা যায়, তাহলে সংসারে খুবই ভালো প্রভাব পড়ে বলে মেন করা হয়। এই সময়ে সোনা ও রুপোর বাসন কিনলে লক্ষ্মী ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হবে বলেও মনে করেন জ্যোতিষবিদরা।

অপরাজিতা

অপরাজিতা

দুর্গাপুজোর সময় রোজ অপরাজিতা ফুল দুর্গা ও মা লক্ষ্মীকে অর্পণ করে মনের কথা বললে, সেই আকাঙ্খা পূর্ণ হয় বলে মনে করা হচ্ছে। ফলে অপরাজিতা ফুল ঘরে এনে তা ঘরের পুজোয় যেমন অর্পণ করা কাম্য তেমনই দুর্গাকেও সেই ফুল দিয়ে পুজো করলে কাঙ্খিত ফলাফল মেলে বলে জানা গিয়েছে।

কলা গাছের চারা

কলা গাছের চারা

হিন্দু শাস্ত্র মতে কলা গাছের চারা এই সময় বাড়িতে লাগালে তুষ্ট হন মা লক্ষ্মী। আর সেই চারা যদি বৃহস্পতিবার লাগানো যায় তাহলে তা খুবই মঙ্গলদায়ক। এছাড়াও কলা গাছ যদি হিন্দুশাস্ত্র মতে দুর্গাপুজোর সময়ে লাগানো যায়, তাহলে তা শুভ ফল দেবে। এমন পরিস্থিতিতে দুর্গাপুজোর সময়ে কলাগাছে রোজই জল দেওয়া কাম্য।

ময়ূর পুচ্ছ

ময়ূর পুচ্ছ

জ্যোতিষশাস্ত্রের মতে, ঘরে দুর্গাপুজোর সময় লাগিয়ে রাখতে পারেন ময়ূরের পুচ্ছ। এতে ঘরে সন্তান সন্ততি বা পড়ুয়া কেউ থাকলে তাঁদের কেরিয়ারে প্রভূত উন্নতি হয়। মা লক্ষ্মী ও মা সরস্বতী এতে সন্তুষ্ট হন। যেখানে টাকা রাখা হয় ঘরে সেখানে এই ময়ূরের পুচ্ছ রাখা হলে তা খুব ভালো ফল দান করে। বহু বাস্তুদোষ কেটে যায় এই ময়ূরের পুচ্ছ দুর্গাপুজোর সময় ঘরে লাগালে।

বটগাছের পাতা

বটগাছের পাতা

দুর্গাপূজায় মা লক্ষ্মীকে প্রসন্ন করতে বট গাছের পাতায় সিঁদুর লাগিয়ে তার মা লক্ষ্মীর চরণে দিতে হবে। জ্যোতিষ শাস্ত্র মতে এই পন্থা অবলম্বন করলে ঘরে আসে সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থ। ফলে বহু দিনের আর্থিক কষ্টও এই পরিস্থিতিতে এই পন্থা অবলম্বন করলে তা কেটে যেতে পারে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Navaratri 2021: During Durga Puja know how to make godess lakshmi happy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X