For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নববর্ষের এই নতুন বাংলা ক্যালেন্ডারে চোখ বুলিয়ে নিন বছরের বিশেষ দিনক্ষণগুলিতে

বাংলা বছরে কোজাগরী লক্ষ্মী পূজার দিন থেকে বাসন্তী পূজার দিনক্ষণ, অমাবস্যা, পূর্ণিমা জানতে চোখ রাখুন নববর্ষের ক্যালেন্ডারে

  • |
Google Oneindia Bengali News

বৈশাখের সাথেই নতুনত্বের স্বাদ নিয়ে আসে নববর্ষ। প্রতি বছরই তো এই দিন আসে, তাও কোথাও যেন বাঙালির একটা 'অপেক্ষা' আঁকড়ে থাকে নববর্ষ ঘিরে। সেই মত বৈশাখের প্রথম দিনটিতে চলে মঙ্গল কামনায় বিশেষ পূজা অর্চনা। মিশে থাকে , ঐতিহ্য মেনে নতুন জামা পরার আনন্দ, কিছু বিশেষ খাওয়া দাওয়ার আনন্দ। হাতে আসে নতুন বাংলা ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারেই দেখে নেওয়া যাক এই বাংলা বছরের কিছু গুরুত্বপূর্ণ দিনক্ষণ,তারিখ।

[আরও পড়ুন:২০১৮-এ আপনার আর্থিক উন্নতি কতটা হবে, তা জেনে নিন রাশিফল থেকে][আরও পড়ুন:২০১৮-এ আপনার আর্থিক উন্নতি কতটা হবে, তা জেনে নিন রাশিফল থেকে]

[আরও পড়ুন:২০১৮-এ আপনার আর্থিক উন্নতি কতটা হবে, তা জেনে নিন রাশিফল থেকে][আরও পড়ুন:২০১৮-এ আপনার আর্থিক উন্নতি কতটা হবে, তা জেনে নিন রাশিফল থেকে]

বৈশাখ

বৈশাখ

১৪২৫ বাংলা বছরের প্রথম মাস বৈশখ শুরু হচ্ছে ১৫ এপ্রিল রবিবার। ২ রা বৈশাখ থাকছে অমাবস্যা। ৫ বৈশাখ অর্থাৎ ১৮ এপ্রিল অক্ষয় তৃতীয়া। বুদ্ধপূর্ণিমা থাকছে ২৯ এপ্রিল অর্থাৎ ১৫ ই বৈশাখ। তারপরই আসছে বাঙালীর অন্যতম উদযাপনের দিন , রবীন্দ্র জয়ন্তী। এবছরে বুধবার ৯ মে পড়েছে ২৫ বৈশাখ, সেদিন দিকে দিকে পালিত হবে রবীন্দ্র জয়ন্তী।

[আরও পড়ুন:ধনসম্পত্তি, সৌভাগ্যের উন্নতিতে বাড়িতে এই গাছগুলি থাকা ভালো, জানুন গাছ লাগানোর উপযুক্ত স্থান][আরও পড়ুন:ধনসম্পত্তি, সৌভাগ্যের উন্নতিতে বাড়িতে এই গাছগুলি থাকা ভালো, জানুন গাছ লাগানোর উপযুক্ত স্থান]

জৈষ্ঠ

জৈষ্ঠ

২৫ মে শুক্রবাস জ্যৈষ্ঠ মাসের একাদশী। নজরুলের জন্মজয়ন্তী থাকছে ২৬ মে, ১১ বৈশাখ। ২৯ মে পূর্ণিমার সত্যনারয়ণ পুজোর দিন রয়েছে। পুজোর সময়কাল থাকছে সন্ধ্যে ৭ টা ০৪ মিনিট পর্যন্ত। ৩ জুন লোকনাথ বাবার তিরোধান দিবস। ১৩ জুন রয়েছে জ্যৈষ্ঠ মাসের কালীপুজার বিশেষ দিন।

আষাঢ়

আষাঢ়

আষাঢ় মাসে ১৪২৫ সালের জামাইষষ্ঠী থাকছে ১৯ জুন। অম্বুবাচিপ্রবৃত্তি ২২ জুন থাকবে। অম্বুবাচী নিবৃত্তি থাকছে ২৬ জুন। জগন্নাথ দেবের রথ যাত্রা থাকবে ১৪ জুলাই। তার আগে ১২ জুলাই কালপূজার অমাবস্যা থাকবে। বিপত্তারিণী ব্রত থাকবে ১৭ জুলাই।

 শ্রাবণ

শ্রাবণ

শ্রাবণ মাসে জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা থাকছে ২২ জুলাই। সত্যনারায়ণ পূজা থাকবে ২৭ জুলাই। মনসাপূজা বা নাগপঞ্চমীর ছুটি থাকবে ১ অগাস্ট অর্থাৎ ১৫ শ্রাবণ। অমাবস্যার বিশে, কালীপূজা থাকবে ১০ অগাস্ট। শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা।

ভাদ্র

ভাদ্র

২ রা সেপ্টেম্বর থাকছে কৃষ্ণ জন্মাষ্টমী। ৬ সেপ্টেম্বর ২০ শে ভাদ্র থাকবে একাদশী। গণেশ চতুর্থী পড়ছে ১৪ সেপ্টেম্বর। বিশ্বকর্মা পূজা রয়েছে ৩১ ভাদ্র অর্থাৎ ১৭ সেপ্টেম্বর।
ভাদ্রের বিশেষ কালীপূজার তিথি রয়েছে ৯ সেপ্টেম্বর , ২৩ তারিখ।

আশ্বিন

আশ্বিন

বাঙালির আশ্বিন মাস মানেই সবচেয়ে বড় উৎসবের পালা। আর ১৪২৫ সালের দূর্গাপূজার ষষ্ঠী থাকছে ১৫ অক্টোবর । মায়ের বোধন ১৪ অক্টোবর। এর আগে, ২৫ সেপ্টেম্বর ৮ আশ্বিন রয়েছে পূর্ণিমা। মহালয়া থাকছে ২১ আশ্বিন ৮ অক্টোবর । ওই মাসে সাধভক্ষণের শুভদিন ৩,৪,১০,১৪ তারিখ।

কর্তিক মাস

কর্তিক মাস

কার্তিক মাসের ১৯ অক্টোবার বিজয়া দশমী। কোজাগরী লক্ষ্মীপূজোর পূর্ণিমা রয়েছে ২৪ অক্টোবর ৬ কার্তিক। দীপাবলী বা কালীপূজা থাকছে ৬ নভেম্বর ১৯ কার্তিক। ভাতৃদ্বিতীয়া পড়েছে ৯ নভেম্বর ২২ কর্তিক। জগদ্ধাত্রী পূজা ১৭ নভেম্বর। ওই একই দিন থাকছে কার্তিক পূজা।

অগ্রহায়ণ

অগ্রহায়ণ

অগ্রহায়ণ মাসে ২৩ নভেম্বর রাসপূর্ণিমা। রাসপূর্ণিমার আগে একাদশী রয়েছে ১৯ নভেম্বর। অমাবস্যা ৬ ডিসেম্বর। ইতুপূজা থাকছে ১৬ ডিসেম্বর। এছাড়া সেভাবে বিশেষ কিছু নেই অগ্রহায়ণে।বিবাহের তারিখ এই মাসটিতে রয়েছে, ১,২,৭,১৫,২৮।

পৌষ

পৌষ

পৌষ মাসের সবচেয়ে বড় পার্বণ পৌষ সংক্রান্তি। ১৫ জানুয়ারি ২০১৯ সালে পড়েছে সেই দিনটি। এর আগে একাদশী মোক্ষদা রয়েছএ ১৮ ডিসেম্বর ও সফলা একাদশী রয়েছে ১ জানুয়ারি। অমাবস্যার বিশেষকালী পূজার দিন থাকছে ২০ পৌষ শনিবার অর্থাৎ ৫ জানুয়ারী ।

মাঘ

মাঘ

মাঘ বাসের বিয়ের তারিখ রয়েছে, ২,১০, ১২, ১৩, ১৫,২৫ তারিখ। অন্নপ্রাশনের দিন ২,২২,২৩,২৬ তারিখ। এছাড়াও রটন্তিকালীপূজা রয়েছে ২০ মাঘ সোমবার অর্থাৎ ৪ জানুয়ারী ২০১৯ সাল। সরস্বতী পূজা রয়েছে ২৬ মাঘ অর্থাৎ ১০ ফেব্রুয়ারি। শীতলষষ্ঠী এই মাসে রয়েছে ২৭ মাঘ সোমবার অর্থাৎ ১০ ফেব্রুয়ারি।

ফাল্গুন

ফাল্গুন

জয়া একাদশী ৩ রা ফাগ্লুন ১৬ ফেব্রুয়ারি। ৬ ফাগ্লুন ১৯ ফেবর্ুয়ারি পূর্ণিমার দিন রয়েছে সত্যনারায়ণ পূজা। শিবরাত্রি রয়েছে ৪ মার্চ ১৯ ফাল্গুন। অমাবস্যার বিশেষ কালীপূজা থাকছে ৫ মার্চ ১০ ফাল্গুন। ২১ ফাগ্লুন ৬ মার্চ রয়েছে অমাবস্যা।

চৈত্র

চৈত্র

চৈত্র মাসে দোলযাত্রা ২০১৯ সালের ২১ মার্চ পড়েছে। সত্যনারায়ণ পূজা রয়েছএ ২০ মার্চ। শীতলাষষ্ঠী রয়েছে ২৮ মার্চ ৬ চৈত্র। বাসন্তী পূজা সপ্তমী পড়ছে ১২ এপ্রিল। রামনবমী রয়েছে ১৪ এপ্রিল। ওই মাসে অন্নপ্রাশনের দিন ৪,৭,১১,১৪।

English summary
Bengali Calender of Naboborsho and some important dates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X