For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ বাজেট: কর্পোরেট সেক্টর কোন আশায় বুক বাঁধছে!

২০২০ বাজেট: কর্পোরেট সেক্টর কোন আশায় বুক বাঁধছে!

  • |
Google Oneindia Bengali News

আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বসতে চলেছে ২০২০ সালের বাজেট অধিবেশন। সাম্প্রতিককালে আর্থিক অবনতির পরিসংখ্যান সামনে আসবার পর থেকে ২০২০ সালের বাজেটকে পাখির চোখ করে রেখেছে এদেশের কর্পোরেট সেক্টর। এদেশের একাধিক 'কর্পোরেট পণ্ডিত'রা তাকিয়ে রয়েছেন ১ ফেব্রয়ারি নির্মলা সীতারমনের হাত ধরে কোন কোন বার্তা ভারতীয় অর্থনীতির দিকে আসে , তার দিকে। একনজরে দেখে নেওয়া যাক, বাজেট ২০২০ সালে কর্পোরেট সেক্টর কী কী চাইছে।

 চাকরির সন্ধান

চাকরির সন্ধান

টিভিএস গ্রুপের চেয়ারম্যান বেণু গোপাল শ্রীনিবাসনের দাবি , সরকারের উচিত দেশের বেকারত্বের দিকে নজর দেওয়া। চাকরির সংস্থান এদেশের সাম্প্রতিক আর্থিক পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করছেন তিনি। ফলে চাকরির সংস্থান নিয়ে রকার কী ভাবছে, তা রয়েছে কর্পোরেট সেক্টরের 'আশা'র তালিকায়।

চাষাবাদের দিকে নজর চাই

চাষাবাদের দিকে নজর চাই

ডিসিএম এর কর্তা অজয় এস শর্মার দাবি, সরকারের আসন্ন বাজেটে চাষাবাদের দিকে কতটা নজর রাখা হচ্ছে ,সেদিকে নজর রাখবেন তিনি। কর্পোরেট সেক্টরের অনেক কর্তারই দাবি, চাষাবাদের ক্ষেত্রে দেশের সরকার অর্থনীতির দিক থেকে কোন পদক্ষের বাজেটে নেয় , সেদিকে নজর থাকবে।

শুল্ক বিষয়ে আশা

শুল্ক বিষয়ে আশা

২০২০ সালের বাজেট নিয়ে সরকার শুল্কের ক্ষেত্রে কোনও বড়সড় পরিবর্তন আনতে পারে। সেক্ষেত্রে কোনও পণ্য উৎপাদনের উপাদানের ওপর শুল্ক বাড়িয়ে, উৎপাদিত পণ্যের উপর থেকে শুল্কের চাপ কমাবার কথা ভাবছে সরকার। সেক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ও উৎপাদনে একটি বড় প্রভাব পড়তে পারে।

English summary
Union Budget 2020-21: job creation is the priority for corporate sector.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X