For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) সেপ্টেম্বরে উত্তর ভারতের এই জায়গাগুলি হোক আপনার ডেস্টিনেশন

  • |
Google Oneindia Bengali News

বৃষ্টির মরশুম শেষ হলেই শুরু হয়ে যাবে ঘুরতে যাওয়ার মরশুম। আর ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই সবার প্রথমে মন টানে উত্তর ভারত। পাহাড়-বরফ-নদী-জঙ্গল এবং সর্বোপরি হিমালয়ের অপূর্ব শোভা। [ভারতের এই জায়গাগুলিতে জীবনে একবার যেতেই হবে]

এককথায় এর চেয়ে ভালো ঘোরার জায়গা আর হতেই পারে না। একেবারে উত্তরে কাশ্মীর উপত্যকা, তারপরে হিমাচল, উত্তরাখণ্ড, উত্তরাঞ্চল- দেখতে গেলে গুনে শেষ করা যাবে না এত জায়গা রয়েছে সেখানে। [ভারতের অচেনা কয়েকটি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট]

আর এই সেপ্টেম্বর থেকেই কিন্তু উত্তর ভারতে ঘোরার সবচেয়ে ভালো সময় শুরু হয়। তাই এইসময়ে গেলে সবচেয়ে ভালো ঘোরা যায় এখানকার নানা প্রদেশের পাহাড়ি এলাকায়। [ভারতের সেরা প্রাসাদগুলির রাজকীয় রূপ]

নিচের স্লাইডে ক্লিক করে জেনে নিন বর্ষার শেষে ঘুরতে গেলে উত্তর ভারতের কোন কোন জায়গা হতে পারে আপনার পছন্দের গন্তব্যস্থল। [শতবর্ষ আগের ভারতের প্রধান শহরগুলি রূপ একঝলকে]

ডালহৌসি, হিমাচল প্রদেশ

ডালহৌসি, হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশের চম্বা জেলার এই জায়গাটি হিমালয়ের অংশ ধৌলাধর পর্বতের পাদদেশে অবস্থিত। সেপ্টেম্বরের পর থেকে এখানে ঘোরার সবচেয়ে আদর্শ সময়। এখানকার ডালহৌসি ক্যান্টনমেন্ট, তিবেটিয়ান মার্কেট, কালাটপ ফরেস্ট লোহালি গ্রামগুলি মন ভালো করে দেবে।

মানালি, হিমাচলপ্রদেশ

মানালি, হিমাচলপ্রদেশ

নদী উপত্যকার পাশে পাহাড়ে ঘেরা শৈল শহর হল মানালি। উত্তর ভারতের অন্যতম সেরা পর্যটনস্থল এই হিমাচলপ্রদেশ। এই জায়গাটিকে বলা হল 'দ্য ভ্যালি অব গড' বা দেবতাদের আবাসস্থল।

মুসৌরি, উত্তরাখণ্ড

মুসৌরি, উত্তরাখণ্ড

দেরাদুন থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে অবস্থিত হল মুসৌরি। গারওয়াল হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শৈল শহর ঘন সবুজে ঘেরা। এই এলাকাকে 'কুইন অব হিলস' বলেও ডাকা হয়।

নৈনিতাল, উত্তরাখণ্ড

নৈনিতাল, উত্তরাখণ্ড

কুমায়ুঁন পর্বতের পাদদেশে অবস্থিত শৈল শহর হল নৈনিতাল। গরমের সময়ে প্রচুর পর্যটক এই শৈল শহরে ভিড় জমান। এখানকার নৈসর্গিক দৃশ্যের টানেই বারবার পর্যটকেরা ছুটে আসেন।

লাদাখ, জম্মু ও কাশ্মীর

লাদাখ, জম্মু ও কাশ্মীর

উত্তর ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল হল লাদাখ। এখানকার জনসংখ্যা অত্যন্ত কম হলেও প্রাকৃতিক সৌন্দর্যের কোনও খামতি নেই।

পৃথিবীর অন্যতম উচ্চতম তথা শুষ্ক জায়গা হল এই লাদাখ। কারণ মৌসুমী বায়ু হিমালয়ের গায়ে ধাক্কা লেগে এখানে ঢুকতে পারে না। এখানে জলের যোগান দেয় ইন্দাস নদী ও শীতকালের তুষারপাত।

সোমনাথ, গুজরাত

সোমনাথ, গুজরাত

ঠিক উত্তরের ভারতের পাহাড়ি এলাকা না হলেও সেপ্টেম্বরে সৌরাষ্ট্রের এই বিখ্যাত গন্তব্যস্থলে যেতেই পারেন গোটা পরিবার নিয়ে। দেশের মোট ১২টি জ্যোতির্লিঙ্গ মন্দিরে মধ্যে প্রথম স্থানে রয়েছে এটি।

বলা হয়, সমুদ্রের ধারে অবস্থিত মন্দিরটি এমনভাবে তৈরি যে এর নাক বরাবর রয়েছে আন্টার্কটিকা। তার মাঝে কোনও স্থলভাগ নেই।

মাউন্ট আবু, রাজস্থান

মাউন্ট আবু, রাজস্থান

আরাবল্লি পর্বতের পাদদেশে একটি শৈল শহর হল মাউন্ট আবু। এই জায়গাকে মরুভূমির মাঝে 'মরুদ্যান' বলেও উল্লেখ করা হয়। মাউন্ট আবু ওয়াইল্ড লাইফ স্যানচুয়ারি, আধার দেবি টেম্পল, গুরু শিখর পর্বতচূড়া, নাক্কি লেক. আঁচলগড় কেল্লা ইত্যাদি নানা জায়গা দেখার রয়েছে এখানে।

English summary
September Holiday Destinations in North India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X