নতুন বছরে বেড়ানোর পরিকল্পনা! এক নজরে ২০২০ সালের ছুটির হিসেব
দুঃসংবাদ রয়েছে তাঁদের জন্য ২০২০ সালটায় ছুটির খরা দেখা দিয়েছে। কারণ বেশিরভাগ সরকারি ছুিটর দিনগুলি হয় পড়েছে সপ্তাহের মাঝে অথবা সপ্তাহের শেষে। যার জেরে অনেক ছুটিই মার যাচ্ছে। আবার সপ্তাহের মাঝে সরকারি ছুটির থাকায় এক টানা ছুিট পাওয়া সম্ভব হচ্ছে না। বেশিরভাগ সরকারি ছুটিই হয় শনিবার নয়তো রবিবার পড়েছে। যার কারণে ছুটির দিনেই সরকারি ছুটি পড়ছে। তাই সপ্তাহ শেষের ছুটির সঙ্গে সরকারি ছুটির দিন মিলিয়ে দীর্ঘ ছুটি নেওয়ার পরিকল্পনা ভেস্তে দিতে চলেছে ২০২০ সালের ক্যালেন্ডার।

জানুয়ারি ও ফেব্রুয়ারি
বছরের প্রথম দিন ১ জানুয়ারি পড়েছে বুধবার। গুরুগোবিন্দ সিং জয়ন্তী পড়েছে ২ তারিখ বৃহস্পতিবার। মাঝে শুক্রবার পড়ে যাচ্ছে কােজর দিন। অন্যদিকে বসন্ত পঞ্চমী পড়েছে ২৯ জানুয়ারি বুধবার। পশ্চিমবঙ্গের বাসিন্দারা আবার বিবেকানন্দের জন্মদিনের ছুটি পান। সেটা এবার পড়েছে রবিবার। মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি পড়েছে মঙ্গলবার। আর গোটা দেশ যেদিনের জন্য অপেক্ষা করে থাকে সেই ২৬ জানুয়ারি পড়েছে রবিবার। একই সঙ্গে আবার মহাশিবরাত্রি ২১ ফেব্রুায়ারি পড়েছে শুক্রবার। এতে কিছুটা ছুটি পাওয়া যাবে বটে।

মার্চ ও এপ্রিল
মার্চ মাসেও ছুটির হিসেবও একেবারে হজবরল। দোল বা হোলি পড়েছে ১০ মার্চ মঙ্গলবার। পশ্চিমবঙ্গ অবশ্য আগের দিল দোলের ছুটি মেলে। সেক্ষেত্রে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন তাঁরা। এপ্রিলেও ছুটির তালিকা খুব একটা ভাল নয়। রামনবমী ২ এপ্রিল বৃহস্পতিবার। মহাবীর জয়ন্তী ৬ এপ্রিল মঙ্গলবার। গুডফ্রাইডে পড়েছে ১০ এপ্রিল শুক্রবার। সেক্ষেত্রে একটু ছুিট পাওয়া যাবে। আবার পয়লা বৈশাখ পড়েছে ১৫ এপ্রিল বুধবার।

মে ও জুন
১ মে পড়েছে শুক্রবার। সপ্তাহের শেষ থেকে তিন দিন ছুটি অবশ্য পাওয়া যাবে। তাতে ছোট্ট একটা বেড়ানো হয়ে যেতেই পারে। বুদ্ধ পূর্ণিমা পড়ছে ৭ মে পড়েছে বৃহস্পতিবার। ২৪ েম ঈদ পড়েছে রবিবার। অন্যদিকে জুন মাসে রথ যাত্রা পড়েছে ২৩ জুন মঙ্গলবার।

অগস্ট ও সেপ্টেম্বর
অগস্টমাসের ছুটির তালিকাতেও খুব একটা আনন্দের কিছু নেই। রাখী পূর্ণিমা পড়েছে ৩ অগস্ট সোমবার। এক্ষেত্রে শনিবার থেকে টানা সোমবার পর্যন্ত ছুটি পাবেন অনেকেই। জন্মাষ্টমী পড়েছে ১১ অগস্ট মঙ্গলবার। স্বাধীনতা দিবস ১৫ অগস্ট পড়েছে শনিবার। গণেশ চতুর্থী ২২ অগস্ট শনিবার। মহরম ৩০ অগস্ট রবিবার। ওনাম ৩১ অগস্ট সোমবার।
। মহালয়া পড়েছে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার। তারপরে পুজোর ছুটি পড়ছে।

অক্টোবর , নভেম্বর ও ডিসেম্বর
গান্ধী জয়ন্তি ২ অক্টোবর এবার পড়েছে শুক্রবার। দশেরা পড়ছে ২৫ অক্টোবর। রবিবার। বৃহস্পতিবার অথবা সোমবার ছুটি নিলে টানা ছুটি পাওয়া যাব। ঈদ পড়ছে ২৯ অক্টোবর। বৃহস্পতিবার। মাঝে শুক্রবার কাজের দিন।
নভেম্বর মাসে দিওয়ালি পড়ছে ১৪ তারিখ। শনিবার। ভাই ফোঁটা ১৬ নভেম্বর সোমবার। ছটপুজো ২৫ নভেম্বর শুক্রবার। এতে অবশ্য টানা তিনদিন ছুটি পাওয়া যাচ্ছে। গুরুনানক জয়ন্তী ৩০ নভেম্বর সোমবার। ডিসেম্বর মাসে এবার ক্রিসমাস পড়েছে শুক্রবার। সপ্তাহের শেষে টানা ছুটি পাওয়া যাবে।