For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধুচন্দ্রিমার দারুণ ঠিকানা সবুজে সবুজ নিরিবিলি গারুচিরা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

গারুচিরা
স্বল্প সময়ে মনোরম পরিবেশে ছুটি কাটাতে চান? অথবা পুজোর সময় যখন পরিচিত পর্যটনস্থলে গিজগিজ করছে লোক, তখন ইচ্ছে করছে নিরিবিলিতে অবকাশ কাটাতে? তাই যদি হয়, তবে চলুন উত্তরবঙ্গের গারুচিরা। বিশ্রামের পক্ষে দারুণ জায়গা তো বটেই, ছবি তোলা যাঁদের নেশা, তাঁরাও খোরাক পাবেন এখানে।

আরও পড়ুন: সবুজ আর সাতগুরুং! 'রূপকথার দেশ' দুয়ারসিনি
আরও পড়ুন: ছোট্ট ছুটিতে ঘরের কাছে পিয়ালি দ্বীপ

কেন যাবেন: নীল ভুটান পাহাড়কে পিছনে রেখে বান্দাপানির জঙ্গল পেরিয়ে সবুজ মাঠ। মাঠের এক প্রান্তে রয়েছে হাতিখেদানো টাওয়ার। পাশ দিয়ে বয়ে চলেছে রেতি আর শুক্তি নদী। রঙিন প্রজাপতির ওড়াউড়ি, ফুলে ফুলে তাদের মধু খাওয়া, পাখির আনাগোনা ইত্যাদি দেখে কেটে যাবে সময়। কখনও দেখবেন হাতি, গাউরের দল হেলেদুলে চলেছে বান্দাপানি জঙ্গলের দিকে। রেতি ও শুক্তি নদীর নুড়িপাথরের ওপর দিয়ে হেঁটে বেড়ান, ভালো লাগবে। চাঁদনি রাতে যখন জ্যোৎস্নায় ধুয়ে যায় গারুচিরা, তখন সেই রোমান্টিক পরিবেশের কোনও তুলনা নেই। মধুচন্দ্রিমার আদর্শ গন্তব্যও হতে পারে গারুচিরা।

বন বিভাগের দলগাঁও রেঞ্জ অফিস থেকে অনুমতি নিয়ে ঘুরে আসতে পারেন বান্দাপানি জঙ্গল। সকাল সকাল গেলে বন্য জন্তু দেখার সম্ভাবনা ষোলো আনা।

কীভাবে যাবেন: শিয়ালদহ থেকে আপনাকে পৌঁছতে হবে দলগাঁও। শিয়ালদহ থেকে দলগাঁও যাচ্ছে ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। শিয়ালদহ থেকে ছাড়ছে রাত সাড়ে আটটায়। দলগাঁও পৌঁছবে পরের দিন সকাল ১০-০৯ মিনিটে। দলগাঁও থেকে গাড়ি ভাড়া করে বীরপাড়া-বান্দাপানি হয়ে আসতে হবে গারুচিরা। ১৬ কিলোমিটার রাস্তা আসতে সময় লাগবে বড় জোর ২০-২৫ মিনিট।

শিলিগুড়ি থেকেও গাড়িতে আসা যায় গারুচিরা। দূরত্ব ১২০ কিলোমিটার।

কোথায় থাকবেন: এখানে থাকার জন্য রয়েছে গারুচিরা ভিলেজ টুরিস্ট হাউস। যোগাযোগ করতে পারেন- ০৩৫৬১-২৩২০১৫/03561-232015

এ ছাড়া রয়েছে একটি হোমস্টে। যোগাযোগ: বিধান ছেত্রী (৯৩৩২৪১৮৭৮৮/9332418788)

English summary
Garuchira is ideal place for honeymoon with its blue mountain and lush greenery. The nearest railhead is Dalgaon.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X