For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছোট্ট ছুটিতে ঘরের কাছে পিয়ালি দ্বীপ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

একদম ঘরের কাছে ছুটি কাটানোর দারুণ জায়গা পিয়ালি দ্বীপ। নামমাত্র খরচে চলে আসা যায়। ভরা বর্ষা হোক কিংবা শীত, পিয়ালি দ্বীপের আকর্ষণই আলাদা।

আরও পড়ুন: মধুচন্দ্রিমার দারুণ ঠিকানা সবুজে সবুজ নিরিবিলি গারুচিরা
আরও পড়ুন: চলুন নৈসর্গিক পঞ্চলিঙ্গেশ্বর, জুড়ে নিন কুলডিহাও

কেন যাবেন: সুন্দরবনের প্রবেশপথ হল পিয়ালি দ্বীপ। এখানে ছোট্ট শান্ত পিয়ালি নদী এসে মিশেছে মাতলার বুকে। আপনি পিয়ালি দ্বীপ থেকে নৌকো নিয়ে মাতলা নদীতে ঘুরে বেড়াতে পারেন। একটু সময় নিয়ে যাওয়া যায় ঝড়খালি। ভোরবেলা উদিত সূর্যের আভা কিংবা রাতে জ্যোৎস্না পড়ে যখন চকচক করবে পিয়ালি নদীর জল, তখন তার রূপই আলাদা। নদীর ওপর দিয়ে বয়ে আসা শীতল বাতাস প্রাণ জুড়িয়ে দেয়। আশপাশের সবুজ গাছগাছালিতে পাখিদের কার্যকলাপ আপনার নজর কাড়বে।

কীভাবে যাবেন: কলকাতা থেকে সড়কপথে চলে আসুন পিয়ালি দ্বীপ। দূরত্ব ৭৫ কিলোমিটার। আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগবে। বারুইপুর-গোচরণ পেরিয়ে আসতে হবে।

কোথায় থাকবেন: এখানে থাকার জায়গা হল পিয়ালি আইল্যান্ড ট্যুরিস্ট লজ। এখানে ১৯টি ডবল বেডের রুম রয়েছে। থাকা আর খাওয়ার খরচ আলাদা। থাকা-খাওয়া মিলে মাথাপিছু ১২০০ টাকা পড়বে। মৎস্যপ্রেমীরা এখানে টাটকা মাছের স্বাদ নিতে পারবেন। যোগাযোগ করতে পারেন: ৯৪৩৩৪৩৫১৮১/9433435181

English summary
Exotic trip to Piyali island: The gateway of Sundarbans
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X