For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুনের শেষ সপ্তাহে ওটিটি ধামাকা! আসছে একগুচ্ছ ওয়েব সিরিজ

জুনের শেষ সপ্তাহে ওটিটি ধামাকা! আসছে একগুচ্ছ ওয়েব সিরিজ

Google Oneindia Bengali News

বর্তমানের জেনারেশনে সময়ের সঙ্গে সঙ্গেই ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আর এরই ফলে দর্শকদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত নতুন কিছু শো নিয়ে আসছেন নির্মাতারা। টিভি এবং সিনেমা ছাড়াও, এখন ওটিটিতেই মজে রয়েছেন অধিকাংশ দর্শক। নির্মাতারা দর্শকদের জন্য সময়ে সময়ে নতুন কিছু নিয়ে আসছেন। চলতি মাসে অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহেই একাধিক ওটিটিতে বেশ কিছু সিরিজ এবং ছবি মুক্তি পেতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে মুক্তিপ্রাপ্ত সিরিজ এবং ছবির তালিকা, যা সবাই ঘরে বসেই দেখতে পারবেন মাত্র একটা ক্লিকে।

জুনের শেষ সপ্তাহে ওটিটি ধামাকা! আসছে একগুচ্ছ ওয়েব সিরিজ


সাসপেন্স এবং থ্রিলারে ভরপুর এই সিরিজে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের প্রেক্ষাপটে তৈরি। মূলত প্রতিশোধের গল্প দেখানো হবে এবং এই গল্পটি হবে চোর ও পুলিশের চিরাচরিত দ্বন্দ্ব নিয়ে। কিন্তু এই চোর পুলিশের গল্পের মাঝেও পারিবারিক সমস্যা ও আবেগও যুক্ত রয়েছে এই সিরিজে, যার কারণে দর্শকরা এই ওয়েব সিরিজ দেখতে পছন্দ করিবেন বলেই আশাবাদী মেকাররা। এখানে অনেকদিন পর আবার দেখা যেতে চলেছে হিন্দি সিরিয়াল জগতের জনপ্রিয় অভিনেতা ইকবাল খানকে। এই সিরিজটি ২০ জুন থেকে স্ট্রিম করা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ভুট এ।

অবরোধ সিজন ২ এর জনপ্রিয় সিরিজ অবরোধ -এর দ্বিতীয় সিজন চলতি মাসের শেষ সপ্তাহে ওটিটি-তে মুক্তি পেতে চলছে । অ্যাকশন ধর্মী এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে একজন সেনা অফিসারকে ঘিরে। একটি মিশনে একটি আন্তর্জাতিক মানি লন্ডারিং র্যাকেট ফাঁস করতে দেখা যেতে চলেছে সেই সেনা অফিসারকে। এই অ্যাকশন থ্রিলার সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন বাংলা সিনেমার তারকা আবির চট্টোপাধ্যায়ে। উল্লেখ্য, এই সিরিজের হাত ধরেই আবার হিন্দি মিডিয়ায় কাজ করছেন আবির। সিরিজটি আগামী ২৪ জুন বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম সোনি লিভ-এ মুক্তি পাচ্ছে।

নেন্জুকু নীধি দক্ষিণ ভারতীয় সিরিজ নেন্জুকু নীধি হল একটি রাজনৈতিক অ্যাকশন ড্রামা। বিখ্যাত পরিচালক অরুণারাজা কামরাজ পরিচালিত এই সিরিজে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী তারকা উদয়নিধি স্টালিন, আরি অর্জুনান, তানিয়া রবিচন্দ্র এবং শিবানী রাজশেখর প্রমুখ। এখানে উদয়নিধি স্টালিন একজন সরকারি কর্মচারীর ভূমিকায় অভিনয় করছেন। এবং উপযুক্ত চরিত্রে তাঁকে বেশ মানিয়েছে বলেই মত নির্মাতাদের । এই সিরিজটি আধুনিক সময়ের একজন অফিসার এবং সমাজে বর্ণবাদ এবং অসমতার বিরুদ্ধে বিদ্রোহ করার কঠোর পন্থার চারপাশে আবর্তিত হয়েছে। সিরিজটি আগামী ২৩ জুন সোনি লিভ-এ মুক্তি পাবে।

সাদা পাঞ্জাবি–গায়ে শাল, বাঙালি সেজে শহর কলকাতায় '‌শেরদিল’‌–এর প্রচারে পঙ্কজ ত্রিপাঠিসাদা পাঞ্জাবি–গায়ে শাল, বাঙালি সেজে শহর কলকাতায় '‌শেরদিল’‌–এর প্রচারে পঙ্কজ ত্রিপাঠি

দ্য আমব্রেলা একাডেমি হলিউডের বিখ্যাত ওয়েব সিরিজ 'দ্য আমব্রেলা একাডেমি'-এর তৃতীয় সিজন আসতে চলেছে চলতি জুন মাসের শেষ সপ্তাহে। বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ স্ট্রিম হবে এই ওয়েব সিরিজটি । সিরিজের গল্প আবর্তিত হয়েছে একজন অন্ধ মহিলাকে ঘিরে যার শরীরে রয়েছে এক শক্তিশালী জাদুকরের আত্মা। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সিরিজের জন্য।

English summary
upcoming web series on ott in this june
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X