For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোম কোয়ারেন্টাইন শেষ, শুরু 'দাদাগিরি'! শুটিং ফ্লোরে মহারাজ

হোম কোয়ারেন্টাইন শেষ, শুরু 'দাদাগিরি'! শুটিং ফ্লোরে মহারাজ

  • |
Google Oneindia Bengali News

কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেল্ফ কোয়ারেন্টাইন শেষ হয়েছে তিন দিন আগেই। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন বিসিসিআই সভাপতি। করোনা ভাইরাসের আতঙ্ক দূরে সরিয়ে ফের শুটিং ফ্লোরে ফিরলেন মহারাজ। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে ভাইরালও হলেন দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।

দাদাগিরি চালু

দাদাগিরি চালু

দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মেনে বাড়িতেই সেল্ফ আইসোলেশনের সরকারি নিয়ম পালন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদা সুস্থ হওয়ার পর কোয়ারেন্টাইন শেষ হয়েছে মহারাজের। স্বাভাবিক জীবনে ফিরেছেন বিসিসিআই সভাপতি। বাড়ি সংলগ্ন দফতর থেকে বিসিসিআইয়ের কাজ করার পাশাপাশি সরকারি স্বাস্থ্যবিধি মেনে শুটিং ফ্লোরেও নেমেছেন দাদা।

মহারাজের পোস্ট

মহারাজের পোস্ট

হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর শুটিং ফ্লোরে নেমে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেলর জন্য বিখ্যাত রিয়ালিটি শো 'দাদাগিরি'-এর সেটে শুটিং শুরু করেছেন বিসিসিআই সভাপতি। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে ভাইরাল হয়েছেন সৌরভ। আপ্লুত হয়েছেন নেটিজেনরা।

শুটিংয়ের নিয়ম

শুটিংয়ের নিয়ম

সরকারি স্বাস্থ্যবিধি ও নির্দেশ মেনে হোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সহ মোট ১০ জনকে নিয়ে শুরু হয়েছে 'দাদাগিরি আনলিমিটেড সেশন ৮'-এর শুটিং। সেটে ১০ বছরের নিচে থাকা কোনও শিশুকে আনা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন। সেই নির্দেশ মেনেই শুটিং চলছে বলে চ্যানেলের তরফে জানানো হয়েছে।

করোনা-মুক্ত স্নেহাশিস

করোনা-মুক্ত স্নেহাশিস

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল গত ১৫ জুলাই। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত বৃহস্পতিবার অর্থাৎ ১৬ দিন পর স্নেহাশিসের দ্বিতীয় কোভিড-১৯ টেস্ট করা হয়েছিল। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। স্নেহাশিসকে আপাতত বাড়িতে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

সৌরভের স্বস্তি

সৌরভের স্বস্তি

দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় করোনা রিপোর্ট নেগেটিভ আসায়, তার ভাই তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হোম কোয়ারেন্টাইন শেষ হয়। একই সঙ্গে মহারাজের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, মেয়ে সানারও সেলফ আইসোলেশন পর্ব শেষ হয়। করোনা পরীক্ষা করিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিবারের বাকি সদস্যরা। সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।

ছবি সৌ: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইনস্টাগ্রাম প্রোফাইল

বিসিসিআইকে বক্রোক্তি ওমরের! আইপিএলে চিনা স্পনসর নিয়ে সরব জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীবিসিসিআইকে বক্রোক্তি ওমরের! আইপিএলে চিনা স্পনসর নিয়ে সরব জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী

English summary
Sourav Ganguly resumes shoot after finished home quarantine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X