For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিগ বসে রাখা চলবে না সাজিদ খানকে!‌ কেন্দ্রকে চিঠি লিখে দাবী জানালেন মহিলা কমিশনার

Google Oneindia Bengali News

বিগ বস সিজন ১৬-এ প্রবেশের পর থেকেই বিপাকে পরেছেন বলিউডের পরিচালক সাজিদ খান। মি টু মুভমেন্টের কারণে ইতিমধ্যেই সাজিদ খানের কেরিয়ার প্রায় ডুবতে বসেছে, এরই মাঝে বিগ বস ১৬-এ তাঁর প্রবেশ একটু হলেও আশার আলো দেখা গিয়েছিল তাঁর ডুবতে বসা কেরিয়ারে। কিন্তু শোনা যাচ্ছে যে দিল্লির মহিলা কমিশন প্রধান স্বাতী মালিওয়াল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখে রিয়্যালিটি শো বিগ বস থেকে সাজিদ খানকে বের করে আনার দাবী জানিয়েছেন। কারণ মি টু মুভমেন্টের সময় একাধিক মহিলা যৌন হয়রানির অভিযোগ জানিয়েছিলেন তাঁর বিরুদ্ধে।

বিগ বসে রাখা চলবে না সাজিদ খানকে!‌

গত ১ অক্টোবর বিগ বস সিজন ১৬-এর প্রথম পর্ব সম্প্রচার হয়। এই শো-এর সঞ্চালকের ভূমিকায় রয়েছেন সলমন খান। স্বাতী মালিওয়াল সোমবার হিন্দিতে টুইট করে বলেন, '‌মি টু মুভমেন্টের সময় ১০ জন মহিলা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। এই অভিযোগগুলি সাজিদের জঘন্য মানিকতার পরিচয় দেয়। এখন সেই ব্যক্তিকে বিগ বসে ঠাঁই দেওয়া হয়েছে, যেটা অনুচিত। আমি অনুরাগ ঠাকুরকে চিঠি লিখে সাজিদ খানকে শো থেকে সরিয়ে দেওয়ার জন্য জানিয়েছি।'

প্রসঙ্গত, মি টু মুভমেন্টের সময় একাধিক মডেল-অভিনেত্রীরা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। ২০১৮ সালে সাজিদকে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কার করে দেওয়া হয়। ওই বছরের গোড়ার দিকেই হাউজফুল ৪-এর পরিচালকের পদ থেকে সরে আসেন তিনি এবং সাজিদ খানের বদলে এই সিলেমা পরিচালনা করেন ফরহাদ সামজি। বিগ বস শোয়ের প্রথম নমিনেশনেই সাজিদ খানের নাম উঠে আসে। ‌

যমজ সন্তানের মা হলেন নয়নতারা, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন বাবা ভিগনেশযমজ সন্তানের মা হলেন নয়নতারা, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন বাবা ভিগনেশ

English summary
DCW has demanded that Sajid Khan be remove from Bigg Boss house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X