For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০ টাকা পারিশ্রমিক থেকে ৫ কোটির বাড়ি, জেঠালালের সাফল্যের কাহিনি যেন স্বপ্নের মত

Google Oneindia Bengali News

টেলিভিশনের পর্দায় বিভিন্ন ধরনের ধারাবাহিক উপস্থাপন করা হয়। কোনও ধারাবাহিক পারিবারিক প্রেক্ষাপটে তৈরি, আবার কোনও ধারাবাহিক সামাজিক বার্তা দেওয়ার জন্য নির্মিত। কিন্তু বেশিরভাগ ধারাবাহিকে দেখানো হয়ে থাকে পরিবারের হাজার জটিল সমস্যা, এবং সেখানথেকে কীভাবে সকল সদস্যদের বাঁচিয়ে নিয়ে আসেন সেই পরিবারের পারফেক্ট বৌমা। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হিন্দি হোক কিংবা অন্য কোনও ভাষায় নিখাদ কমেডি ধারাবাহিকের সংখ্যা হাতে গোনা মাত্র কয়েকটি। পরিবারের সদস্যরা একসঙ্গে বসে নির্মল আনন্দ উপভোগ করার জন্য নির্মিত কমেডি ধারাবাহিকের কথা মাথায় এলে প্রথমেই মনে আসে "তারক মেহেতা কা উল্টা চশমা" র কথা। দেখতে দেখতে প্রায় ১৪ বছর ধরে অত্যন্ত একটি জনপ্রিয় ধারাবাহিক হিসেবেই দর্শকদের আনন্দ দিয়ে চলেছে এই সিরিয়াল।

জানুন অভিনেতা দিলীপ যোশির সাফল্যের কাহিনি

হিন্দি ধারাবাহিকের জগতে এত বছর কাটিয়ে এখনও অমলীন এই ধারাবাহিকের স্বাদ। সেই সঙ্গে প্রতিটি চরিত্রই দর্শকদের খুব কাছের। এত বছরে যেন এঁরা সকলেই ভারতের সকল দর্শকের ঘরের লোক হয়ে উঠেছেন। ধারাবাহিকে অন্যতম একটি চরিত্র জেঠালাল। এই চরিত্রে অভিনয় করছেন দীলিপ যোশি। জেঠালাল চরিত্রে অভিনয় করে তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু এই জনপ্রিয়তা একদিনে আসেনি। নিরলস পরিশ্রম করে তবেই আজ সকলের প্রিয় জেঠালাল হয়ে উঠতে সক্ষম হয়েছেন অভিনেতা দিলীপ যোশি।

কেরিয়ারের শুরুতে তিনি ছিলেন ব্যাকস্টেজ আর্টিস্ট। মাত্র ৫০ টাকার বিনিময়ে কাজ করতেন তিনি। ছোটো থেকে নাটকে অভিনয় করতেন। নাটকে অভিনয় করতে ভালোবাসতেন। এককালে সেই মাত্র ৫০ টাকায় দীর্ঘদিন কাজ করে গিয়েছেন ইন্ডাস্ট্রিতে। তবে সেই মানুষটির আজ উপর্জন শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। তারক মেহতা কা উল্টা চশমা এর প্রতি এপিসোডে তিনি নেন ১.৫ লক্ষ টাকা। বর্তমানে অভিনেতা দিলীপ যোশি প্রায় ৫ কোটি টাকার বিলাসবহুল বাড়ি, অডি কিউ ৭, টোয়োটার মত একাধিক বিলাসবহুল গাড়ি ও সম্পত্তির মালিক।

৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকেই ধারাবাহিকে দেখা যেতে শুরু করে দিলীপ যোশির মুখ। সেই সময়ের জনপ্রিয় হিন্দি সিরিয়াল 'কভি ইয়ে কভি উয়ো', 'কোরা কাগজ', 'হম সব এক হ্যায়', 'শ্রীমান শ্রীমতি' সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। কিন্তু তারক মেহেতা কি উল্টা চশমা তাঁর পরিচিতি বাড়িয়েছে। একটা সময় অনেক দিনের জন্য তাঁর হাতে কোনো কাজ ছিল না। এরপরেই তারক মেহেতা কা উল্টা চশমা তে অভিনয় করার সুযোগ পান। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও চুটিয়ে কাজ করেছেন দিলীপ যোশি।

দেখতে দেখতে জীবনের ৫৪ বসন্ত কাটিয়ে দিলেন অভিনেতা দিলীপ যোশি। ২৬মে তাঁর জন্মদিন ছিল। সকলের প্রিয় চরিত্র জেঠালালের সাফল্যের নেপথ্য কাহিনি ঠিক স্বপ্নের থেকে কোনও অংশে কম কিছু নয়। ছোটবেলা থেকেই নাটক ভালোবাসতেন তিনি, আর তার জন্যই মুম্বইতে আসা। সেখানে দীর্ঘদিন পরিশ্রম করার পর আজ তিনি পৌঁছেছেন সাফল্যের শিখরে। তাঁর এই ধৈর্য, কাজের প্রতি নিষ্ঠা এবং অধ্যাবসায় যে কোনও মানুষের কাছে উদাহরণ বলেই মনে করেন তাঁর সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা।

English summary
How actor Dilip Joshi became a millionaire from just a side actor, Let's find out the story behind the success of everyone's favorite character Jethalal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X