For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পড়ুয়াদের তৈরি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণে ব্যর্থ, কী ঘটেছিল ইসরোর প্রথম এসএসএলভি মিশনে

পড়ুয়াদের তৈরি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণে ব্যর্থ, কী ঘটেছিল ইসরোর প্রথম এসএসএলভি মিশনে

Google Oneindia Bengali News

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নতুন তৈরি করা ছোট্ট উপগ্রহ উৎক্ষেপণ ব্যর্থ হল। এসএসএলভি মিশনে প্রথমেই চূড়ান্ত ব্যর্থ হওয়ার জন্য কে ভিলেন রূপে আবির্ভূত হল? যে কারণে পৃথিবীর নিম্ন কক্ষে তা স্থাপন করা সম্ভব হল না। রবিবার মেঘলা সকালে শ্রীহরিকোটা থেকে গর্জন করে যাত্রা শুরু করলেও, তা সফল হল না। ব্যর্থ হল মিশন।

সব আশার জলাঞ্জলি হয় প্রশান্ত মহাসাগরে

সব আশার জলাঞ্জলি হয় প্রশান্ত মহাসাগরে

ইসরো এবারের মিশন চূড়ান্ত করেছিল একটি ছোট উপগ্রহ কক্ষপথে প্রেরণ করতে। ছোট ও ন্যানো সাইজের কিউব স্যাটেলাইট স্থাপন করার সেই উদ্যোগ সফল হল না। এই স্যাটেলাইটের খরচ তুলনায় কম। স্বল্প সময়ে তা পরিবর্তন করতে পারে। ইসরো প্রধান এস সোমনাথ বলেন, প্রথম পর্যায়ে উপগ্রহটি মহাকাশ যান থেকে আলাদা হওয়ায় সময় ঠিক ছিল। পরমুহূ্র্তেই বিশৃঙ্খলা শুরু হয়। দুটি স্যাটেলাইট নিয়ে মিশনটি প্রশান্ত মহাসাগরের তলদেশে আশ্রয় নেয়। সব আশার জলাঞ্জলি হয় প্রশান্ত মহাসাগরে।

তিনটি পর্যায় শেষ করার পরে বিচ্ছিন্ন

তিনটি পর্যায় শেষ করার পরে বিচ্ছিন্ন

মহাকাশযানটি জোড়া উপগ্রহ নিয়ে মহাশূন্যে ছুটে গেলেও তা উপগ্রহগুলিতে কাঙ্খিত কক্ষপথে প্রতিস্থাপন করতে ব্যর্থ হয়। এই বছরে এটি দ্বিতীয় হার ইসরোর। এর আগে এক বছরে দুবার ব্যর্থ হয়নি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এসএসএলভি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মসৃণভাবে যাত্রা শুরু করলেও তিনটি পর্যায়ে তাদের ইগনিশন শেষ করার পরে বিচ্ছিন্ন হয়।

সেন্সরের ব্যর্থতায় কক্ষপথে বিচ্যুতি

সেন্সরের ব্যর্থতায় কক্ষপথে বিচ্যুতি

মহাকাশ যানটি গ্রহ থেকে প্রায় ৩০০ কিলোমিটার উপরে উঠে কাঙ্খিত উচ্চতা অর্জন করার পরই ছন্দপতন ঘটে। বেগ ট্রিমিং মডিউলের চূড়ান্ত পর্যায়ে সমস্যা দেখা দেয়। যখন ভিটিএম ৩০ সেকেন্ডের জন্য প্রোগ্রামিং করা হয়েছিল, তখন তা পুড়ে যায় মুহূর্তের ভুলে। ইসরো জানিয়েছে, এটি সেন্সরের ব্যর্থতা। তা শনাক্ত করার আগেই কক্ষপথে বিচ্যুতি ঘটে।

ভুল শুধরে পরবর্তী অভিযানে সফল হতে

ভুল শুধরে পরবর্তী অভিযানে সফল হতে

ইসরো প্রধান এক বিবৃতিতে বলেন, বিষয়টি চিহ্নিত করা হয়েছে তবে আমরা এটির আরও গভীরে যাবো। কী কারণে সেন্সর শনাক্ত করা গেল না, তা জানার চেষ্টা করব। সিস্টেমে কী ঘাটতি ছিল, তা আমাদের নির্দিষ্ট করে জানতে হবে। তবেই আমরা সেই ভুল শুধরে পরবর্তী অভিযানে সফল হতে পারব।

ইসরোর পাঠানো দুটি উপগ্রহেরই একই পরিণতি

ইসরোর পাঠানো দুটি উপগ্রহেরই একই পরিণতি

এসএসএলভি মিশনের দুটি উপগ্রহ আজাদি-স্যাট ও আর্থ অবজার্ভেশন স্যাটেলাইটের একটি ৩৫৬ বাই ৭৬ কিলোমিটারের একটি উপবৃত্তাকার কক্ষপথে স্থাপন করার পর অন্যটি বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয় পৃথিবীর নিকটতম উচ্চতায়। একটি স্যাটেলাইটের অস্থির কক্ষপথে সমস্যায় পড়ে যায়। কারণ এটি কক্ষপথের অন্যান্য উপগ্রহের সঙ্গে সঙ্ঘর্ষ বাধাতে পারে। এর ফলে মহাকাশে ধ্বংসাবেশেষ তৈরি করতে পারে। তাই স্যাটেলাইটিট সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ইসরোর পাঠানো দুটি উপগ্রহেরই একই পরিণতি হয়।

English summary
What happened with ISRO’s maiden SSLV mission in Space that was ‘textbook’ satellite by student
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X