For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বরফের চাঁই গলছে, মারা যাচ্ছে প্রবাল! জলবায়ু পরিবর্তনে সতর্ক করলেন বিজ্ঞানীরা

বরফের চাঁই গলছে, মারা যাচ্ছে প্রবাল! জলবায়ু পরিবর্তনে সতর্ক করলেন বিজ্ঞানীরা

  • |
Google Oneindia Bengali News

বরফের চাদর ধসে পড়ছে, মারা যাচ্ছে বহু প্রবাল। জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করেছে। এই অবস্থায় বিজ্ঞানীরা সতর্ক করে দিলেন। পাকিস্তানে বন্যা থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবানল, আবার চিনজুড়ে খরা- জলবায়ু পরিবর্তনের প্রভাব তীব্র হয়ে উঠছে বিশ্বে। এই অবস্থায় নতুন গবেষণায় পাঁচটি টিপিং পয়েন্ট তুলে ধরলেন বিজ্ঞানীরা।

১৬টি জয়বায়ু টিপিং পয়েন্ট পর্যবেক্ষণ করে

১৬টি জয়বায়ু টিপিং পয়েন্ট পর্যবেক্ষণ করে

সায়েন্স জার্নালে প্রকাশিত একটি রিপোর্টে গবেষকরা সতর্ক করেছেন যে, এই পরিবর্তনগুলি মানবতার জন্য ভয়ানক। তার গুরুতর প্রভাব-সহ আকস্মিক, অপরিবর্তনীয় এবং বিপজ্জনক প্রভাবের দিকে নিয়ে যেতে পারে মানবতাকে। জলবায়ু টিপিং পয়েন্টগুলি সাংঘাতির রূপ নিতে পারে। গবেষকরা এক দশকেরও বেশি মসয় ধরে ১৬টি জয়বায়ু টিপিং পয়েন্ট পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

পাঁচটি জলবায়ু টিপিং পয়েন্টের প্রান্তিক অঞ্চলে প্রভাব

পাঁচটি জলবায়ু টিপিং পয়েন্টের প্রান্তিক অঞ্চলে প্রভাব

বৈশ্বিক জলবায়ুর অবস্থা ক্রমশ ভয়াবহ দিকে এগিয়ে চলেছে। বর্তমানে বিশ্ব উষ্ণায়ন এমন একটি জায়গায় পৌঁছেছে যে তার ফলে বরফ দ্রুত হারে গলছে। গবেষকরা তাই সতর্ক করে দিয়েছেন। গবেষকরা জানান, এখন থেকে উষ্ণায়নের মাত্র কয়েক দশমাংশ বৃদ্ধির ফলে পাঁচটি জলবায়ু টিপিং পয়েন্টের প্রান্তিক অঞ্চলে প্রভাব পড়বে যথেষ্ট।

পাঁচটি জলবায়ু টিপিং পয়েন্ট কী কী

পাঁচটি জলবায়ু টিপিং পয়েন্ট কী কী

এই পাঁচটি টিপিং পয়েন্ট হল- ১) গ্রিনল্যান্ডে বরফের শীটে অপরিবর্তনীয় পতন। ২) পশ্চিম আন্টার্কটিক বরফের অপরিবর্তনীয় পতন। ৩) বিশ্বজুড়ে গ্রীষ্মমণ্ডলীয় প্রবাল প্রাচীরের ক্ষতি। ৪) ল্যাব্রাডর-ইরমিঙ্গার সাগর প্রবাহে পতন। ৫) উচ্চ উত্তরাঞ্চলীয় পারমাফ্রস্টে গলন, যা প্রচুর পরিমানে গ্রিনহাউস নির্গত করে।

জলবায়ু টিপিং পয়েন্টগুলি ২ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উচ্চতর

জলবায়ু টিপিং পয়েন্টগুলি ২ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উচ্চতর

গবেষণার সহ লেখক জলবায়ু বিজ্ঞানী জেভিড আর্মস্ট্রং ম্যাককে বলেন, আমরা কিছু সম্ভাব্য প্রারম্ভিক সতর্কতার সংকেত পেয়েছি। গ্রিনল্যান্ডের বরফের শীট প্রচুর গলে যাওয়ার সঙ্গে অস্থিতিশীলতার লক্ষণ দেখাচ্ছে। সম্ভাব্য প্রাথমিক সতর্কতায় আটলান্টিক সঞ্চালন ধীর হয়ে যেতে পারে। এই বছরের শুরুর দিকে জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসঙ্ঘের আন্তঃসরকারি প্যানেল বলেছিল, জলবায়ু টিপিং পয়েন্টগুলি ২ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উচ্চতর হয়ে যায়।

মানুষের জীবনেও বড়সড় পরিণতি ঘটতে পারে

মানুষের জীবনেও বড়সড় পরিণতি ঘটতে পারে

মেরুপ্রদেশের বরফ গলে সমুদ্রের উচ্চতা বাড়ছে কয়েক শতাব্দী ধরে। ফলে উপকূলবর্তী অঞ্চলগুলিতে তার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। অনেক স্থলভাগ জলের তলায় চলে যেতে বসেছে। ক্ষতি হচ্ছে প্রবাল প্রাচীরের। মানুষের জীবনেও বড়সড় পরিণতি ঘটতে পারে এর ফলে। মৎস্যচাষেরও ব্যাপক ক্ষতি হতে পারে।

ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা ভয়াবহ সমস্যা

ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা ভয়াবহ সমস্যা

বিজ্ঞানীরা ব্যাখ্যা করেন, এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা ভয়াবহ সমস্যা। ভবিষ্যতে আমাদের পৃথিবীর মানচিত্র এর ফলে প্রভাবিত হবে। এই টিপিং পয়েন্টগুলির মধ্যে কিছু অনিবার্য। তাই এখন চ্যালেঞ্জ আমরা কীভাবে এই পরিণতিগুলির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারব। গবেষকদের আন্তর্জাতিক দলের বিশ্লেষণ ইঙ্গিত দেয় এক ডিগ্রি সেলসিয়াসের বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কতটা মারাত্মক হতে পারে।

জলের ভিতর রহস্যের পাহাড়, ৩০ বছরের পুরনো সমস্যার সমাধান করলেন বিজ্ঞানীরাজলের ভিতর রহস্যের পাহাড়, ৩০ বছরের পুরনো সমস্যার সমাধান করলেন বিজ্ঞানীরা

English summary
Scientists warn to World that ice sheet collapse and Coral dies due to climate change
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X