For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এলিয়েনরা কি পৃথিবীতে এসে গিয়েছে? পেন্টাগনের ডিপ ডাইভ রিপোর্ট নিয়ে চাঞ্চল্য

এলিয়েনরা কি পৃথিবীতে এসে গিয়েছে? পেন্টাগনের ডিপ ডাইভ রিপোর্ট নিয়ে চাঞ্চল্য

  • |
Google Oneindia Bengali News

এলিয়েন নিয়ে মহাকাশ বিজ্ঞানীদের কৌতুহলের অন্ত নেই। মহাকাশে এলিয়নদের জন্য নানা আকর্ষণীয় বস্তু পাঠানোর উদ্যোগ আগে নেওয়া হয়েছে। তারপর থেকেই তারা মুখিয়ে রয়েছে এলিয়নরা কবে আসে এই পৃথিবীতে! সম্প্রতি পেন্টাগনের ডিপ ডাইভ রিপোর্ট নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিস্তর।

এলিয়েনরা কি পৃথিবীতে এসে গিয়েছে? পেন্টাগনের ডিপ ডাইভ রিপোর্ট নিয়ে চাঞ্চল্য

পেন্টাগনের ডিপ ড্রাইভ রিপোর্টে উল্লেখ করা হয়েছে এলিয়েনদের পৃথিবীতে আগমন নিয়ে। গত বছরও একটি সরকারি প্রতিবেদনে মার্কিন সামরিক বাহিনী ১৪০টিরও বেশি অপরিচিত উড়ন্ত বস্তু পর্যবেক্ষণের ঘটনা উল্লেখ করা হয়েছে। সেই ইউএফও-গুলি নিয়ে তদন্ত প্রক্রিয়াও চালিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

পেন্টাগনের ইউএফও রিপোর্টে এখনও পর্যন্ত এই ধরনের অপরিচিত উড়ন্ত বস্ত বা অপরিচিত যানের বিষয়ে বাস্তবিক কোনও ফল মেলেনি। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এই তদন্তে এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ পায়নি যে, এলিয়েনরা পৃথিবীতে এসেছে বা এখানে ক্র্যাশ-ল্যান্ড করেছে।

পৃথিবীতে কোনও ভিনগ্রহী যান অবতরণ করার কোনও খবর না মিললেও তদন্তে জানা গিয়েছে আকাশে কিছু অজানা বস্তু মাঝেমধ্যেই দেখা গিয়েছে। গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক সচিব রোনাল্ড মাল্ট্রি বলেছেন, "আমি আজ পর্যন্ত এই হোল্ডিংগুলিতে এমন কিছু দেখিনি যা ইঙ্গিত করে যে কোনও এলিয়েন ভিজিট হয়েছে।" তবে অল-ডোমেন অ্যানোমালি রেজোলিউশন অফিস বহির্জাগতিক জীবনের সম্ভাবনাকে অস্বীকার করেনি। বলা হয়েছে, তারা গবেষণার জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করছে।

পেন্টাগনের আরও এক পরিচালক শন কির্কপ্যাটিক বলেন, "আমি শুধু বলব যে আমরা আমাদের বিশ্লেষণগুলিকে খুব পুঙ্খানুপুঙ্খ এবং কঠোর হওয়ার জন্য গঠন করছি। একজন পদার্থবিদ হিসাবে আমাকে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে চলতে হবে এবং আমি সেই ডেটা এবং বিজ্ঞান যা দেখাবে, সেখানেই অনুসরণ করব।"

গত বছরের একটি সরকারি প্রতিবেদনে ১৪০টিরও বেশি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এগুলিকে অজানা উড়ন্ত বস্তু হিসেবে গণ্য করেছে। ২০০৪ সাল থেকে এই ধরনের ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে। অর্ধ শতাব্দীর মধ্যে ইউএফও নিয়ে প্রথম গণশুনানিতে রিপোর্ট করেছে, গত ২০ বছরে আকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তু ক্রমবর্ধমান।

২০০১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এক দশকে পৃথিবীর আকাশে অজ্ঞাত বিমান বা বস্তুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের জুন মাসে মার্কিন গোয়েন্দারা একটি প্রতিবেদনে দাবি করেছিল, আকাশে বহির্জাগতিকদের অস্তিত্বের কোনও প্রমাণ নেই। তাঁরা জানায়, সামরিক পাইলটদের দ্বারা পর্যবেক্ষণ করা কয়েক ডজন ঘটনার কোনও ব্যাখ্যা নেই তাঁদের কাছে।

পৃথিবী কীভাবে মারা যাবে? এক এলিয়েন গ্রহের আবিষ্কারে নতুন দিগন্ত মহাকাশ বিজ্ঞানেপৃথিবী কীভাবে মারা যাবে? এক এলিয়েন গ্রহের আবিষ্কারে নতুন দিগন্ত মহাকাশ বিজ্ঞানে

English summary
Pantagan’s deep drive report says about Alien’s coming possibility in Earth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X