For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরজগতের সবথেকে বড় গ্রহ বৃহস্পতি দেখতে কেমন জানেন, দেখুন নাসার টেলিস্কোপের সৌজন্যে

সৌরজগতের সবথেকে বড় গ্রহ বৃহস্পতি দেখতে কেমন জানেন, দেখুন নাসার টেলিস্কোপের সৌজন্যে

Google Oneindia Bengali News

নাসার জেমস ওয়েব টেলিস্কোপ অবাক করে দিচ্ছে মহাবিশ্বের নানা ছবিতে। সম্প্রতি মহাকাশে নাসার পাঠানোর এই টেলিস্কোপ ছবি পাঠানো শুরু করেছে। সেই ছবিতে অবাক জ্যোতির্বিজ্ঞানীরা। অবাক মহাকাশপ্রেমীরাও। সম্প্রতি নাসা একটি ছবি সামনে এনেছে বৃহস্পতির। সেই ছবিতে সৌরজগতের এই বৃহত্তম গ্রহকে দেখে বিস্ময়ের শেষ নেই।

বৃহস্পতির একটি অবাক করা ছবি

নাসার জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়েছে বৃহস্পতির একটি ছবি। সেই ছবি দেখিয়ে মহাকাশ সংস্থা নাসা গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে। জেমস ওয়েব মহাকাশে পাঠানো হয়েছিল মূলত মহাবিশ্বের জন্মবৃত্তান্ত জানতে। সেখানে ধরা পড়ছে বৃহস্পতি গ্রহের ছবি। সম্প্রতি টুইটারে নাসা সেই ছবিই প্রকাশ করেছে।

সৌরজগতের ছবিও জেমস ওয়েবে

টুইটারে সেই ছবি প্রকাশ করে নাসা জানিয়েছে, এখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সৌজন্যে আমরা সৌরজগতের ছবিও সংগ্রহ করতে পারছি। পরীক্ষামূলকভাবেই নাসার এই টেলিস্কোপ সৌরজগতের ছবি তোলার চেষ্টা চালায়। আর তা করতে গিয়েই বাজিমাত। বৃহস্পতির ছবি তুলে ফেলে জেমস ওয়েব টেলিস্কোপ।

জাদু গোলকের মতো বৃহস্পতি গ্রহ

বৃহস্পতির এমন রহস্যজনক ছবি সবাইকে অবাক করে দিয়েছে। বৃহস্পতিকে এই ছবিতে জাদু গোলকের মতো লাগছে। ছবি দেখে জ্যোতির্বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, মনে হচ্ছে কেউ যেন হলুদ ও কালছে লাল রঙ লেপে দিয়েছে সৌরজগতের বৃহত্তম গ্রহের গায়ে। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, এই ছবিটি কখন তোলা হয়েছিল?

গতিশীল বস্তুর ছবিও তুলতে পারে

ছবিটি তোলার সময় নিয়ে বিজ্ঞানীরা জানান, এই জেমস ওয়েব টেলিস্কোপ যখন পরীক্ষা করা হচ্ছিল, তখন নাসার ইঞ্জিনিয়াররা এই টেলিস্কোপের মাধ্যমে ছবি তুলেছিলেন। এই ছবিতে প্রমাণিত নাসার এই টেলিস্কোপ অনেক আবছা বস্তুর ছবিও তুলতে পারে। তেমনই এর মাধ্যমে গতিশীল বস্তুর ছবি তোলাও সম্ভব।

এক নতুন অধ্যায়ের সূচনা মহাকাশ গবেষণায়

এক নতুন অধ্যায়ের সূচনা মহাকাশ গবেষণায়

নাসার জেমস ওয়েব টেলিস্কোপের মধ্যে যে গাইডিং সেন্সর রয়েছে, সেটি অতি সহজে একটি নির্দিষ্ট পয়েন্টে বিভিন্ন গতিশীল বস্তুকে ক্যামেরাবন্দি করতে সক্ষম। যেভাবে নাসার এই টেলিস্কোপ মহাকাশে গিয়ে পারফর্ম করে চলেছে, তাতে মহাকাশ বিজ্ঞানীরা আসায় দিন গুণছে। এবং মহাকাশ গবেষণায় তা এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলেও মনে করা হচ্ছে।

বৃহস্পতির ছবির তারতম্যার কারণ

বৃহস্পতির ছবির তারতম্যার কারণ

বৃহস্পতির যে ছবিটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, তা ততটা স্পষ্ট নয়। মঙ্গলবার প্রকাশিত ছবিটি অনের স্পষ্ট ছিল। এমনটা হওয়ার কারণ কী? বিজ্ঞানীরা বলেন, আগের ছবিটি প্রসেস করা হয়েছিল, কিন্তু এই ছবিটি প্রসেস করা নয়। এই ছবিটিতে গ্রহের কিছু বৈশিষ্ট্য প্রকাশ করার তাগিদে তৈরি করা হয়েছে বলে জানান বিজ্ঞানীরা।

সৌজন্য নাসার টুইটার

পৃথিবীর অদূরেই একটি গ্রহে রয়েছে জল-মেঘ, জেমস ওয়েব স্পেসের টেলিস্কোপে শনাক্তকরণপৃথিবীর অদূরেই একটি গ্রহে রয়েছে জল-মেঘ, জেমস ওয়েব স্পেসের টেলিস্কোপে শনাক্তকরণ

English summary
NASA’s James Webb Space Telescope captured a special picture of Jupitar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X