For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাসার আর্টেমিস ১-এর ত্রুটি সারানো হবে লঞ্চ প্যাডে রেখেই, প্রতিস্থাপন হবে হাইড্রোজেন সিল

নাসার আর্টেমিস ১-এর ত্রুটি সারানো হবে লঞ্চ প্যাডে রেখেই, প্রতিস্থাপন হবে হাইড্রোজেন সিল

  • |
Google Oneindia Bengali News

নাসার আর্টেমিস মিশন শুরুতেই দু-বার ব্যর্থ হয়েছে। তারপরও হাল ছাড়ার পাত্র নয় নাসারর জ্যোতির্বিজ্ঞানীরা। নাসার আর্টেমিস ১-এর ত্রুটি সারানো হবে লঞ্চ প্যাডে রেখেই। আর্টেমিস ১-এ হাইড্রোজেন সিল প্রতিস্থাপন করা হবে। আর্টেমিস ওয়ান রকেট লঞ্চ প্যাডে থাকাকালীন হাইড্রোজেন লিক হওয়ার কারণে পাড়ি দিতে পারেনি মহাকাশে।

নাসার আর্টেমিস ১-এর ত্রুটি সারানো হবে লঞ্চ প্যাডে রেখেই, প্রতিস্থাপন হবে হাইড্রোজেন সিল

এখন নাসার প্রযুক্তিবিদরা হাইড্রোজেনের সেই লিক সীল করবে। স্পেস লঞ্চ সিস্টেমে রকেট এবং তরল হাইড্রোজেন জ্বালানি ফিড লাইনের মধ্যে একটি দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে। সেখানে লিক হওয়ায় নাসার আর্টেমিস ১ মিশনের দ্বিতীয় প্রচেষ্টাও স্থগিত করে দেওয়া হয়। স্ক্রাব-পরবর্তী কনফারেন্সের সময় এক্সপ্লোরেশন সিস্টেম ডেভেলপমেন্টের সহযোগী প্রশাসক জেমস ফ্রি তার বিশ্বাস ব্যক্ত করে জাননা, রকেটটিকে ভেহিকল অ্যাসেম্বহলি বিল্ডিংয়ে ফিরিয়ে আনতে হবে।

তিনি জানান, বোর্ডে ফ্লাইট টার্মিনেশন সিস্টেম ব্যাটারিগুলি সম্ভবত থাকবে। পরীক্ষা ও রিচার্জ করতে হবে। কিন্তু ফ্রি এবং আর্টেমিস মিশন ম্যানেজার মাইকেল সারাফিন শেষে চূড়ান্ত সিদ্ধান্তটি স্পেস এজেন্সির রেঞ্জ ফ্লাইট সেফটি টিমের সঙ্গে থাকবে, যা মহাকাশে ফ্লাইট অপারেশনের সময় বিপদগুলিকে মোকাবিলা করবে।

তবে নাসা পরবর্তী সময়ে সিদ্ধান্ত পরিবর্তন করে জানায়, মিশন টেকনিশিয়ানরা রকেটটি লঞ্চপ্যাডে রেখেই ত্রুটিপূর্ণ সীলটি প্রতিস্থাপন করবে। এটি করার জন্য প্রযুক্তিবিদরা কাজের এলাকার চারপাশে একটি ঘের প্রতিস্থাপন করবে। তা করবেন যাতে হার্ডওয়ারটি আবহাওয়া এবং অন্যান্য পরিবেশগত অবস্থা থেকে সুরক্ষিত থাকে। রকেটটি লঞ্চপ্যাডে থাকাকালীন সীলটি প্রতিস্থাপন করা সহজ হবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা। শুধু সেখানে একটা ক্ষেত্র তৈরি করতে হবে। মেরামত পরীক্ষা করা হবে ক্রায়োজেনিক অবস্থান অধীনে। সমস্যাটি আরও ভালোভাবে বোঝার জন্য ডেটাও সংগ্রহ করে রাখা হবে।

১৯৭২ সালের ডিসেম্বর মাসে চাঁদে অবতরণ করেছিল মানুষ। নাসার অ্যাপোলো মিশনে সেই শেষবার মানুষের চন্দ্রাভিযান সম্ভবপর হয়েছিল। সেইথেকে ৫০ বছর অতিক্রান্ত। আর চাঁদের মানুষ পাঠাতে পারেনি কোনও মহাকাশ সংস্থা। নাসা, এসা, ইসরো- কেউ সফল হয়নি চাঁদের মানুষ পাঠাতে। সম্প্রতি নাসা আর্টেমিস মিশন শুরু করতে চলেছে চন্দ্রাভিযানের লক্ষ্যে, তা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। ভেঙে যাচ্ছে স্বপ্ন। তবে হাল না ছেড়ে আবার ঝাঁপিয়ে পড়তে চলেছে নাসা।

নাক্ষত্রিক নার্সারি, নাম 'ট্যারান্টুলা নেবুলা’! নাসার ওয়েব টেলিস্কোপে ধরা দিল অভিনব চিত্রনাক্ষত্রিক নার্সারি, নাম 'ট্যারান্টুলা নেবুলা’! নাসার ওয়েব টেলিস্কোপে ধরা দিল অভিনব চিত্র

২০২৫-এই চাঁদের বুকে নাসা ফের পা রাখতে চাইছে। সেই কারণেই আর্টেমিস-১ মহাকাশে জীববিজ্ঞান পরীক্ষা করতে রওনা দেবে। যাতে পৃথিবীর বস্তু ব্যবহার করে মানুষ দীর্ঘক্ষণ মহাকাশে বিচরণ করতে পারে তার জন্যই এই মিশন। চাঁদে নাসার নতুন মিশন আপাতত স্থগিত রাখা হয়েছে। ত্রুটি মিটিয়ে তা ফের যাত্রা শুরু করবে।

English summary
NASA replaces hydrogen seal which was faulty in Artemis-I rocket while still on launch pad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X