For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একসঙ্গে ৩৬টি ওয়ানওয়েব স্যাটেলাইট উৎক্ষেপণ, বাণিজ্যিক অভিযানে নজিরের অপেক্ষায় ইসরো

ইসরো এবার এক নজির গড়তে চলেছে। একসঙ্গে ৩৬টি ওয়ানওয়েব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইসরো। দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছে। বাণিজ্যিক অভিযানে ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

  • |
Google Oneindia Bengali News

ইসরো এবার এক নজির গড়তে চলেছে। একসঙ্গে ৩৬টি ওয়ানওয়েব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইসরো। দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছে। বাণিজ্যিক অভিযানে ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরোর এলভিএম থ্রি আগামী ২৩ অক্টোবর বাণিজ্যিক অভিযান শুরু করবে। একসঙ্গে ৩৬টি ওয়ানওয়েব স্যাটেলাইট পাড়ি দেবে মহাশূন্যে।

ওয়ান ওয়েবের ৩৬টি ব্রডব্যান্ড স্যাটেলাইট উৎক্ষেপণ

ওয়ান ওয়েবের ৩৬টি ব্রডব্যান্ড স্যাটেলাইট উৎক্ষেপণ

এই এলভিএম থ্রি হতে চলেছে ইসরোর সবথেকে ভারী রকেট। রবিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশ বন্দর থেকে ব্রিটিশ স্টার্ট-আপ ওয়ান ওয়েবের ৩৬টি ব্রডব্যান্ড স্যাটেলাইট উৎক্ষেপণ করবে, যা বিশ্বব্যাপী বাণিজ্যিক লঞ্চ পরিষেবা বাজারের লঞ্চারের প্রবেশ চিহ্নিত করবে বলে জানিয়েছেন ইসরোর গবেষকরা। এখন সেই অপেক্ষায় প্রহর গোনা শুরু হয়েছে।

এলভিএম থ্রি-এম২ রকেটের লঞ্চ হবে ২৩ অক্টোবর

এই এলভিএম থ্রি রকেটকে আগে জিএসএলভি এমকে থ্রি বলা হত। ভারতীয় গবেষণা সংস্থা ইসরোর সদর দফতর বেঙ্গালুরু থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়ানওয়েব ইন্ডিয়া-১ মিশনের এলভিএম থ্রি-এম২ রকেটের লঞ্চ হবে ২৩ অক্টোবর (২২ অক্টোবর মধ্য রাতে)। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী ০০০৭টায় উৎক্ষপেণের সময় নির্ধারণ হয়েছে।

রকেটে চূড়ান্ত পরীক্ষা চলছে, উৎক্ষেপণের অপেক্ষা

রকেটে চূড়ান্ত পরীক্ষা চলছে, উৎক্ষেপণের অপেক্ষা

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রায়ো স্টেজ, ইকুইপমেন্ট বে বা ইবি একত্রিত করতে সমর্থ হয়েছে স্যাটেলাইটগুলি। স্যাটেলাইটগুলি এনক্যাপসুলেট করা হয়েছে। তারপর রকেটে একত্রিত করা হয়েছে। সেই রকেটে চূড়ান্ত পরীক্ষা চলছে। তারপরই উৎক্ষেপণ হবে। তার জন্য ২৩ অক্টোবরের প্রতীক্ষায় রয়েছে ইসরো।

দুটি লঞ্চ পরিষেবা চুক্তি স্বাক্ষর করেছিল ইসরো

এই মাসের শুরুতেই ইসরো বলেছিল যে, নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড বা এনএসআইএল, মহাকাশ বিভাগের অধীনে একটি কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বা সিপিএসই এবং মহাকাশ সংস্থার বাণি্জ্যক শাখা, ইউকে-ভিত্তিক নেটওয়ার্ক অ্যাক্সেস অ্যাসোসিয়েটসের সঙ্গে দুটি লঞ্চ পরিষেবা চুক্তি স্বাক্ষর করেছে।

ঐতিহাসিক মাইলফলক, এলভিএম-থ্রি পরিষেবা শুরুর অপেক্ষা

ঐতিহাসিক মাইলফলক, এলভিএম-থ্রি পরিষেবা শুরুর অপেক্ষা

ওয়ানওয়েব এলইও বা লো আর্থ অরবিট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট অন-বোর্ড ইসরোর এলভিএম থ্রি উৎক্ষেপণের জন্য প্রস্তুত হয়েছে। ইসরো জানিয়েছে, এনএসআইএল-এর মাধ্যমে চাহিদা অনুযায়ী এটি প্রথম এলভিএম থ্রি নিবেদিত বাণিজ্যিক লঞ্চ। এবং এটি একটি ঐতিহাসিক মাইলফলক। কারণ এলভিএম-থ্রি বাণিজ্যিক পরিষেবা এখন শুরু অপেক্ষা।

চার টন বর্গের উপগ্রহ উৎক্ষেপণ করতে সক্ষম রকেট

চার টন বর্গের উপগ্রহ উৎক্ষেপণ করতে সক্ষম রকেট

নতুন রকেটটি একটি জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে চার টন বর্গের উপগ্রহ উৎক্ষেপণ করতে সক্ষম। এলভিএম-থ্রি হল একটি তিন পর্যায়ের বাহন যেখানে দুটি সলিড মোটর স্ট্র্যাপ-অন, একটি লিকুইড প্রপেলান্ট কোর স্টেজ এবং একটি ক্রায়োজনিক স্টেজ রয়েছে। ভারতের ভারতী এন্টারপ্রাইজ ওয়ান ওয়েবের একটি প্রধান বিনিয়োগকারী এবং শেয়ার হোল্ডার। এখন ২৩ অক্টোবর রকেটটি উৎক্ষপণের পরই নতুন দুয়ার খুলে যাবে মহাকাশ বিজ্ঞানে।

English summary
ISRO’s heaviest rocket will launch with 36 broadband satellites from the spaceport in Andhra Pradesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X