For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩১ জানুয়ারি থেকে এই ফোনগুলিতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ, জেনে নিন

৩১ জানুয়ারি থেকে এই ফোনগুলিতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ, জেনে নিন

Google Oneindia Bengali News

গোটা বছর জুড়েই সোশ্যাল িমডিয়া নিয়ে তুমুল হইচলই হয়েছে। একাধিক ফিচারের পরিবর্তন এসেছে হোয়াটঅ্যাপ, টুইটারে। একাধিন নতুন নতুন নিয়ম কানুন তৈরি হয়েছে। ৩১ ডিসেম্বর থেকে আরও বড় পরিবর্তন আসতে চলেেছ। কয়েকটি বিশেষ মডেলের ফোনে কাজ করবে না হোয়াটস অ্যাপ। এমনই জানা গিয়েছে। জেনে নিন সেই ফোনের মডেলের তালিকায় আপনার ফোন নেই তো। আগে থেকে চেক করে নিন নাহলে আর প্রিয়জনদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারবেন না।

৩১ জানুয়ারি থেকে এই ফোনগুলিতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ, জেনে নিন

সূত্রের খবর ৩১ ডিসেম্বরের পর থেকে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৪৯ রকমেরও বেশি স্মার্ট ফোনে কাজ করবে না হোয়াটস অ্যাপ। তালিকায় অ্যান্ড্রয়েড, আইফোন দুই রয়েছে। কাজেই কেউ যদি মনে করেন তাঁর আইফোন রয়েছে কাজেই কোনও অসুবিধা হবে না। তাহলে ভুল করবেন। জেনে নিন আপনার আইফোনের মডেল কোনটি। আর সেই মডেলে কাজ করবে তো হোয়াটস অ্যাপ?

আই ফোন ছাড়াও একাধিক নামীদামি কোম্পানির মডেল রয়েছে যেগুলিতে কাজ করবে না হোয়াটস অ্যাপ। তার মধ্যে ভারতের সবচেয়ে প্রচলিত স্মার্ট ফোন কোম্পানি স্যামসাংও রয়েছে। জেনে নিন কোন ফোনগুলিতে ৩১ ডিসেম্বরের পর আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

আইফোন ৫, আইফোন ৫সি, স্যামসাং গ্যালাক্সি এসিসি২, স্যামসাং গ্যালাক্সি কোর, স্যামসাং গ্যালাক্সি এস২, স্যামসাং গ্যালাক্সি এস৩মিনি, স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড ২, ট্রেন্ড লাইট, স্যামসাং গ্যালাক্সি এক্সকভার২, সোনির এক্সপিরিয়া রেঞ্জের একাধিক মোবাইল, মিনি, লিও, এল, এছাড়া এলজি অপটিমাস রেঞ্জের একাধিক সিরিজের স্মার্টফোনেও কাজ করবে না হোয়াটসঅ্যাপ। কাজেই নতুন বছর পড়ার আগেই একবার দেখে নিন আপনার কোন কোম্পানির কোন মডেলের ফোন রয়েছে।

English summary
From 31 December these Phones are not supporting WhatsApp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X