For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশের দুষ্কৃতীদের 'গায়েব' হওয়ার প্রসঙ্গ তুলে তৃণমূলকে কোন হুঁশিয়ারি যোগীর

উত্তরপ্রদেশের দুষ্কৃতীদের 'গায়েব' হওয়ার প্রসঙ্গ তুলে তৃণমূলকে কোন হুঁশিয়ারি যোগীর

Google Oneindia Bengali News

খানাকুলের সভা থেকে এদিন ফের একবার নিজের বক্তব্যে পারদ চড়ান যোগী আদিত্যনাথ। এদিনও স্বভাবসিদ্ধ মেজাজে তিনি হিন্দুত্বের প্রশ্নে যেমন সরব হয়েছেন, তেমনই তৃণমূলের বিরুদ্ধে 'গুন্ডারাজ ' সরব হয়েছেন যোগী আদিত্যনাথ।

 উত্তরপ্রদেশে গুন্ডাজের কী ঘটেছে?

উত্তরপ্রদেশে গুন্ডাজের কী ঘটেছে?

এদিন খানাকুলের সভা থেকে যোগী আদিত্যনাথ বলেন, বাংলায় এখন তৃণমূলের গুন্ডারাজ চলছে। আর এককালে তা উত্তরপ্রদেশেও চলত। তারপর 'বহু গুন্ডা উধাও। আদিত্যনাথ বলেন, অনেকে চলে গিয়েছে জেলে। বহু লোক যমলোক চলে গিয়েছে। আব বহু জন অন্য 'লোক' এর যাত্রা করেছে।'

 বিজেপি বাংলায় এলে কী হবে?

বিজেপি বাংলায় এলে কী হবে?

'যে লোকজন ভারতের স্বাধীনতার জন্য সংকট হয়ে উঠেছে। তাদের আইনের শাসনে এনে এমন গুন্ডাদের দমন করবে বাংলার বিজেপির আসন্ন সরকার।' এমন বক্তব্য রেখে যোগী আদিত্যনাথ জানান বিজেপি যা বলে তা করে। আর এতদিন ধরে বাংলার বুকে যেভাবে বিজেপি কর্মীদের মৃত্যু হয়েছে তার বিচার হবে।

হিন্দুত্ব তাসে যোগী

হিন্দুত্ব তাসে যোগী

এদিন যোগী আদিত্যনাথ বলেন, এর আগে মমতা বিজেপি বিরোধিতা করতেন। আর সেই বিরোধ করতে করতে উনি এখন শ্রীরামচন্দ্রের বিরোধিতা করছেন। অন্যান্য সভার মতোই এদিনও যোগী আদিত্যনাথ দাবি করেছেন যে বাংলায় দুর্গাপুজোর মতো অনুষ্ঠান হতে দেওয়া হয়না। এবিষয়ে তিনি সোজা তোপ দাগেন মমতার বিরুদ্ধে।

যোগীর ডাক

যোগীর ডাক

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা যোগী আদিত্যনাথ বলেছেন, বর্তমানে বাংলার যা পরিস্থিতি, তা এককালে উত্তরপ্রদেশে ছিল। তবে মোদীর দেখানো রাস্তায় হেঁটে উত্তরপ্রদেশ আজ উন্নয়নের পথে এগোচ্ছে। যোগী বলেন,তাঁর আশা বাংলাও একইভাবে উন্নয়নের দিকে হাঁটবে।

 বিজেপি হেরে গিয়েছে বাংলার নির্বাচনে, খানকুলের নির্বাচনী জনসভা থেকে হুঙ্কার মমতার বিজেপি হেরে গিয়েছে বাংলার নির্বাচনে, খানকুলের নির্বাচনী জনসভা থেকে হুঙ্কার মমতার

English summary
Yogi Adityanath targets Mamaa Goverment in Khanakul Rally for West Bengal poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X