For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আলিপুরদুয়ারে বিজয় মিছিল বিজেপির

গেরুয়া ঝড়ে উত্তরবঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই বিজয় মিছিল ঘিরে উত্তরবঙ্গে বিজেপির উন্মাদনা একটু বেশি।

  • By Kamal Guha
  • |
Google Oneindia Bengali News

গেরুয়া ঝড়ে উত্তরবঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই বিজয় মিছিল ঘিরে উত্তরবঙ্গে বিজেপির উন্মাদনা একটু বেশি চোখে পড়ল। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে যখন দিলীপের নেতৃত্বে বিজেপির অভিনন্দন যাত্রা ঘিরে ধুন্ধুমার অবস্থা, ঠিক তখনই উল্টো ছবি ধরা পড়ল আলিপুরদুয়ার জেলায়।

আলিপুরদুয়ারে বিজয় মিছিল করল বিজেপি

জেলার একাধিক গ্রামে শনিবার বিজয় মিছিল করে বিজেপি। রাজ্য সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই শান্তিপূর্ণ ভাবেই বিজয় মিছিল হয়েছে কুমারগ্রাম পঞ্চায়েতের গ্রামগুলিতে।

আজ ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুটি বুথে বিজয় মিছিল বের করে গ্রামবাসীরা। নেতৃত্ব দেন বিজেপি নেতা কমল দাস সহ অন্যান্যরা। পুলিশের বাধাকে উপেক্ষা করে আজ বারবিশা বিজেপির বিজয় মিছিল করে।

শুধু বিজেপি নেতারাই নন, বিজেপির এই বিজয় মিছিলে যোগ দিয়েছিলেন গ্রামের সাধারণ মানুষও। অথচ গঙ্গারামপুরে এই বিজয় মিছিল ঘিরে ধুন্ধুমার অবস্থা। পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিসকর্মী। বিজেপি কর্মীদের অভিযোগ পুলিস তিন রাউন্ড গুলি চালিয়েছে। বিনা প্ররোচনায় পুলিস তাঁেদর উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছেন বিজেপি কর্মীরা।

English summary
Without police permission BJP rally at Alipurduar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X