For Quick Alerts
For Daily Alerts
তিলকে তাল করা হচ্ছে, যাদবপুরের নাম না করেই বললেন মমতা

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম মুখে আনেননি। কিন্তু যা বলেছেন, তা যথেষ্ট ইঙ্গিতবাহী। মুখ্যমন্ত্রী বলেছেন, "একটা ছোট ঘটনা ঘটলেও তিলকে তাল করে দেখানো হচ্ছে। আমরা বাংলার বদনাম করতে দেব না। দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। উসকানি দেওয়ার চেষ্টা হচ্ছে। উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, কেন উত্তেজিত করব?"
প্রসঙ্গত, একমাত্র মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ই পুলিশি অভিযানের নিন্দা করে মুখ খুলেছেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরাসরি পুলিশের কাজকে সমর্থন করেছেন। এ বার যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করলেন, তাতে এ ধরনের অন্যায় কাজ করতে পুলিশ উৎসাহিত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।