For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিংলার বিস্ফোরণের দায় বোমার নয় বাজির, দাবি সিআইডির, তদন্তে ক্ষোভ বিরোধীদের

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৮ মে : পশ্চিম মেদিনীপুরের পিংলায় বাজি কারখানায় বিস্ফোরণের জেরে ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিরোধীরা প্রবলভাবে সমালোচনায় বিদ্ধ করছে রাজ্য সরকারকে। এখনও কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

প্রায় হাজার কিলো বিস্ফোরক সেখানে মজুত ছিল বলে জানা গিয়েছে। এত পরিমাণ বিস্ফোরক কি শুধুই বাজি বানানোর জন্য? এসব প্রশ্নকে থোড়াই কেয়ার রাজ্য পুলিশের। উল্টে তারা ব্যস্ত রয়েছে এটা প্রমাণ করতে যে পিংলার গ্রামে বাজি কারখানায় বোমা তৈরি হত না এটা প্রমাণ করতে। এমনটাই অভিযোগ বিরোধীদের।

গতকালই বিরোধী দলনেতা সিপিএমের সূর্যকান্ত মিশ্র কটাক্ষের সুরে বলেন, রাজ্যে বোমা শিল্পের প্রসার ঘটেছে। আর এদিন সেই তত্ত্ব প্রায় খারিজ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুলিশ জানিয়েছে, বোমা নয়, বাজিই তৈরি হত ব্রাহ্মণবাড় গ্রামের এই কারখানায়।

পিংলার বিস্ফোরণের দায় বোমার নয় বাজির, দাবি সিআইডির, তদন্তে ক্ষোভ বিরোধীদের


এদিন সকালে বিস্ফোরণস্থলে যায় সিআইডি ও রাজ্য পুলিশের বিশেষ টিম। বিস্ফোরণস্থল পরিদর্শন করে সিআইডি ডিআইজি দিলীপ আদক জানান, সেখানে বাজিই তৈরি হতো। কিছু স্টোনচিপস‌ও পাওয়া গিয়েছে বলে জানিয়ে দিলীপবাবুর দাবি, সেগুলি পটকা জাতীয় বাজি তৈরিতেই ব্যবহৃত হতো বলে মনে হয়েছে। ওই কারখানায় কোনও ধারালো অস্ত্রও পাওয়া যায়নি। বাকীটা ফরেন্সিক রিপোর্ট হাতে এলেই বিস্তারিত জানা যাবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

সিআইডির বক্তব্যের পর ফুঁসে ওঠেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। তিনি জানান, সিআইডি-র উপর তাঁদের কোনও ভরসা নেই। সিআইডিকে 'চিফ মিনিস্টার্স ইনভেস্টিগেশন ব্যুরো' বলেও কটাক্ষ করেন তিনি। দলের তরফে তাঁর দাবি, রাজ্য বা কেন্দ্র যে সংস্থাই তদন্ত করুক না কেন, তা যেন আদালতের নজরদারিতে হয়।

অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকেও রাজ্য সরকারের তীব্র নিন্দা করার পাশাপাশি পিংলার ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানানো হয়েছে।

English summary
West Midnapore blast : CID thrashes bomb explosion theory
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X