For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Corona Update: বাংলায় সামান্য করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও কমল মৃতের সংখ্যা

ধীরে ধীরে অনেকটাই নিয়ন্ত্রনে আসছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। বেশ কয়েকটি রাজ্যেও করোনা সংক্রমণও নিয়ন্ত্রনে। দেশের পাশাপাশি এবার বাংলাতেও ছবিটা এক। দীর্ঘ কয়েক সপ্তাহ পর ৫০০ এর নীচে বাংলায় করোনা সংক্রমণের গ্রাফ। এমনকি মৃ

  • |
Google Oneindia Bengali News

ধীরে ধীরে অনেকটাই নিয়ন্ত্রনে আসছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। বেশ কয়েকটি রাজ্যেও করোনা সংক্রমণও নিয়ন্ত্রনে। দেশের পাশাপাশি এবার বাংলাতেও ছবিটা এক। দীর্ঘ কয়েক সপ্তাহ পর ৫০০ এর নীচে বাংলায় করোনা সংক্রমণের গ্রাফ। এমনকি মৃতের সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। করোনা সংক্রমণ কমলেও বাংলায় মৃতের সংখ্যা নিয়ে একটা চিন্তা ছিলই ডাক্তারদের মধ্যে। এই অবস্থায় ধীরে ধীরে সংক্রমণের পাশাপাশি মৃতের সংখ্যাও নিয়ন্ত্রনে।

করোনা আক্রান্ত হয়েছেন ৪৬৭

করোনা আক্রান্ত হয়েছেন ৪৬৭

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফে স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করা হয়েছে। সেই তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬৭ জন। যা বুধবারের তুলনায় সামান্য বেশি। বুধবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৩৯ জন। আজ এর থেকে কিছুটা হলেও বেড়েছে আক্রান্তের হার। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,১২,৪৭৫ জন। অন্যদিকে এদিন মোট করোনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজারেরও বেশি।

করোনায় মৃতের সংখ্যা

করোনায় মৃতের সংখ্যা

পাশাপাশি স্বস্তির খবর কিছু হলেও কমেছে করোনায় মৃতের সংখ্যা। গত ৪৮ ঘন্টার হিসাবে আজ বৃহস্পতিবার অনেকটাই কমেছে মৃতের সংখ্যা। বুলেটিনে তথ্য অনুযায়ী আজ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। বুধবার এই সংখ্যাটা ছিল ১৮। তবে গত কয়েক সপ্তাহ আগেও করোনায় রাজ্যে মৃত্যুর সংখ্যা ২০ এর উপর ছিল। তবে গ্রাফ নীচের দিকে নামতে থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ডাক্তাররা। তবে এদিন মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল- ২১,০৯৪ জন।

এক নজরে করোনায় জেলার ছবি এক নজরে

এক নজরে করোনায় জেলার ছবি এক নজরে

করোনা আক্রান্তের নিরিখে কলকাতাকে পিছনে ফেলেছে নর্থ ২৪ পরগণা। গত ২৪ ঘন্টায় এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৫। এর ঠিক নীচেই রয়েছে কলকাতা। বুলেটিনে তথ্য অনুযায়ী ৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণের নিরিখে হঠাত করেই তৃতীয় স্থানে চলে এসেছে নদিয়া। সেখানে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ জন। অন্যদিকে মৃত্যুর নিরিখে কলকাতা এবং দক্ষিণ-উত্তর ২৪ পরগণা একই জায়গাতে রয়েছে।

দেশের করোনা গ্রাফ-

দেশের করোনা গ্রাফ-

করোনা সংক্রমণ গতকালের পর আজ ফের নিম্নমুখী দেশে। কমেছে পজিটিভিটি রেটও। গতকালের চেয়ে সামান্য কমেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। তবে ৩০ হাজারের নীচে নামেনি। ৩০,৭৫৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৪১ জন। দেশের পজিটিভিটি রেট এখন ২.৬১ শতাংশ।

English summary
daily covid cases increased in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X