For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যুগ্ম সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল! মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

রাজ্যে লাগাতার ভারী বৃষ্টি। আর সেই কারণে বেশ কয়েকটি জায়গাতে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিপদসীমার মধ্যে দিয়ে বইছে একাধিক নদীর জল। আর এর মধ্যে নতুন করে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূ

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে লাগাতার ভারী বৃষ্টি। আর সেই কারণে বেশ কয়েকটি জায়গাতে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিপদসীমার মধ্যে দিয়ে বইছে একাধিক নদীর জল। আর এর মধ্যে নতুন করে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

যুগ্ম সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আর এই পরস্থিতিতে আরও ভয়াবহ হতে পারে রাজ্যের বন্যা পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে রাজ্যে পৌঁছল কেন্দ্রীয় দল। আজ শনিবার ছয় সদস্যের একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যে এসেছে। বন্যা বিধ্বস্ত বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন তাঁরা।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই ভয়াবহ এক বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। ঘাটাল সহ মেদিনীপুরে একাধিক অংশ জলের তলাতে চলে যায়। শুধু তাই নয়, হাওড়া, আমতা উদয়নারায়ণপুর সহ বিভিন্ন জায়গাতে জল একেবারে ভয়ঙ্করগতিতে বিপদসীমার উপর দিয়ে বয়ে গিয়েছিল। আর এই বন্যাকে ঘিরে শুরু হয় জোর রাজনৈতিক তরজা।

ম্যান মেড বন্যা হিসাবে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ড্রেজিং না করার জন্যে ডিভিসি জলধারন ক্ষমতা গিয়েছে। আর সেই কারণে অপরিকল্পিত জল ছাড়ার কারনে এই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি।

শুধু তাই নয়, ঘাটাল মাস্টারপ্ল্যান এখনও না হওয়ার জন্যে কেন্দ্রের উপরেই দোষা চাপান মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি গত কয়েকদিন আগে কেন্দ্রে এই বিষয়ে দাবিও জানিয়ে আসেন তৃণমূল সাংসদ-বিধায়করা। আর এরপরেই রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় দল পাঠাল কেন্দ্রীয় সরকার। যা খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের ছয় সদস্যের প্রতিনিধিদল রাজ্যে এসেছে।

জানা গিয়েছে, আরামবাগ, আমতা উদয়নারায়ণপুর ঘাটাল পরিদর্শন করার কথা রয়েছে কেন্দ্রের প্রতিনিধি দলের। লাগাতার বৃষ্টিতে ঘাটালে নতুন করে বিভিন্ন অংশে জল জমতে শুরু করেছে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের বহু জায়গাতে প্লাবন দেখা দিয়েছে। আকাশ পথে সেই সমস্ত এলাকা ঘুরে দেখতে পারেন কেন্দ্রীয় আধিকারিকরা।

এরপর এই কেন্দ্রীয় দলের কলকাতায় চলে আসার কথা রয়েছে। কলকাতায় ফিরেই নবান্নে পৌঁছে যাওয়ার কথা রয়েছে। সেখানে আজ শনিবার বিকেলে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গেও বৈঠক হবে। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব সুনীল কুমারের নেতৃত্বে এই প্রতিনিধিদল এসেছে। আগামীকাল রবিবারই দিল্লি ফিরে যাবে এই প্রতিনিধি দল। নবান্ন সূত্রে এমনটা খবর।

অন্যদিকে ধেয়ে আসছে গুলাব। যার জেরে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলাতা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। যার জেরে পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা। আর সেদিকে তাকয়ে সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মুখ্যসচিব।

English summary
west bengal flood: Central team came to West Bengal to visit flood situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X