For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিংসার নামে ভোট ভাগের চেষ্টা, পায়ে আঘাতে মমতার দোষারোপের পাল্টা প্রতিক্রিয়ায় আর কী বললেন সেলিম

হিংসার নাম করে ভোট ভাগের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। নন্দীগ্রামের (nandigram) বিরুলিয়ায় প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চার-পাঁ

  • |
Google Oneindia Bengali News

হিংসার নাম করে ভোট ভাগের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। নন্দীগ্রামের (nandigram) বিরুলিয়ায় প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চার-পাঁচজন মিলে ঠেলা দিয়েছে। এপ্রসঙ্গে সিপিএম (cpim) পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম (md salim) এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন।

বাড়ল আক্রান্তের সংখ্যা, কমল করোনা 'শূন্য' জেলা, একনজরে রাজ্যের পরিস্থিতিবাড়ল আক্রান্তের সংখ্যা, কমল করোনা 'শূন্য' জেলা, একনজরে রাজ্যের পরিস্থিতি

সিপিএম-এর প্রতিক্রিয়া

সিপিএম-এর প্রতিক্রিয়া

এদিন পায়ে আঘাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে সিপিএম পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম বলেছেন, আগে অসংখ্যবার তৃণমূল নেত্রী পালে বাঘ পড়েছে বলে রব তুলেছিলেন। এদিনের ঘটনা আবার প্রমাণ করল মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়তেই। তিনি বলেছেন, সিপিএম যে কোনও আক্রমণের ঘটনারই নিন্দা করে। কিন্তু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যখন জেলায় যান তখন আশেপাশের পাঁচটা জেলার পুলিশ পরিবেষ্টিত হয়ে থাকেন। তার মধ্যে আক্রমণের ঘটনা ঘটেই বা কি করে! এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে মনে করে সিপিএম।

হিংসার নাম করে ভাগের চেষ্টা

হিংসার নাম করে ভাগের চেষ্টা

অনেকেই মনে করেছিলেন এবারও গুন্ডামি, মস্তানি করে নির্বাচনে জিতবেন। কিন্তু এখনও পর্যন্ত গুন্ডামি, মস্তানি ঘটেনি। এখন হিংসার নাম করে ভাগ করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেছেন সেলিম। তিনি বলেছেন, ঠিক যেমন হিন্দু-মুসলমানের নামে ভাগ করার চেষ্টা বিজেপি-তৃণমূল দু'পক্ষ মিলেই করে চলেছে। মানুষ এসব ভাগাভাগির চেষ্টা মেনে নেবেন না। তেমনই বিশ্বাস করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার কাহিনী।

কংগ্রেসের প্রতিক্রিয়া

কংগ্রেসের প্রতিক্রিয়া

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, নন্দীগ্রামে ঘুঘু ফাঁদে পড়েছে। ভোটে হারার ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন। এত নিরাপত্তা নিয়েও যদি হামলাই হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেছেন, অভিনয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তর্জাতিক পুরস্কার দেওয়া উচিত। এভাবে জনসমর্থন পাওয়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চিকিৎসকদের বিশেষ দল

মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চিকিৎসকদের বিশেষ দল

নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সোজা এসএসকেএম-এ আনা হয়। তাঁকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসার জন্য চিকিৎসকদের বিশেষ দল গঠন করা হয়েছে। এদিন বিরুলিয়া বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির দরজা খুলে জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন। সেই সময় গাড়ির দরজা গিয়ে তাঁর ওপরে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, চার-পাঁচজন দরজা তাঁর দিকে ঠেলে দিয়েছে।

English summary
CPIM's Md Salim criticises Mamata Banerjee's injury as wants to division of Vote
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X