For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির থিম সং-এর সুর ধরে জিতেন্দ্রর নামে পোস্টার! বাবুলদের মেগা ব়্যালির আগে পাণ্ডবেশ্বরে চাঞ্চল্য

  • |
Google Oneindia Bengali News

যে বাবুল সুপ্রিয়কে ২০১৯ লোকসভা ভোটে আসানসোলের বুকে কার্যত তৃণমূলের তরফে হয়রান করে ছেড়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। সেই বাবুলের গানের সুরেই এবার জিতেন্দ্র কে খোঁচা খোদ পাণ্ডবেশ্বরের বিধায়কের খাস তালুকে। পাণ্ডবেশ্বরে যেভাবে পোস্টার রাজনীতির পারদ চড়তে শুরু করেছে , তাতে ভোটের আগে বিড়ম্বনা বাড়ছে ঘাসফুল শিবিরে।

বাবুলের গানের সুরে জিতেনকে খোঁচা!

বাবুলের গানের সুরে জিতেনকে খোঁচা!

প্রসঙ্গত, ২০১৯ সালে বাবুল সুপ্রিয় বিজেপির জন্য একটি থিম সং প্রকাশ্যে আনেন। আর সেই গান ছিল 'এই তৃণমূল আর না'। এই গান ২০২১ ভোটের আগেও বিজেপির ছোট বড় বহু সমাবেশের আগে শোনা যাচ্ছে বিভিন্ন মঞ্চে। এবার সেই থিম সং এর সুর ধরেই পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারর নামে পোস্টার পড়তে শুরু করল।

পোস্টারে কী লেখা থাকছে?

পোস্টারে কী লেখা থাকছে?

পাণ্ডবেশ্বর জুড়ে যে পোস্টার গত কয়েকদিনে খবরের শিরোনাম কেড়েছে তাতে লেখা রয়েছে 'এই বিধায়ক আর না'। যে বার্তার সঙ্গে বাবুলের গানের লাইন 'এই তৃণমূল আর না' মিলে যাচ্ছে। ফলে জল্পনার পারদ থেকেই যাচ্ছে। এছাড়াও পোস্টারগুলিতে জিতেন্দ্রকে 'কয়লা চোর' বলে উল্লেখ করে পাদ চড়ানো হয়েছে।

নাগরিক মঞ্চের পোস্টার ও জল্পনা

নাগরিক মঞ্চের পোস্টার ও জল্পনা

প্রসঙ্গত, এই সমস্ত পোস্টার জিতেন্দ্রর নামে ' পাণ্ডবেশ্বর নাগরিক' মঞ্চ থেকে দেওয়া হয়েছে। আর তা নিয়েই চড়েছে পারদ। মনে করা হচ্ছে এই পোস্টার রাজনীতি তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের ফেসল। যা আপাতত জিতেন্দ্রকে খোঁচা দিচ্ছে।

বাবুল বনাম জিতেন্দ্র এবং রোড শো

বাবুল বনাম জিতেন্দ্র এবং রোড শো

প্রসঙ্গত, একটা সময় জিতেন্দ্র তৃণমূলের থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা করতেই গুঞ্জন ওঠে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে। সেই সময় বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে জিতেন্দ্র বিরুদ্ধে কার্যত অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন। এরপর শুভেন্দুদের সঙ্গে কথা বলার পরও বিজেপিতে যোগ দিতে দেখা যায়নি জিতেন্দ্রকে। মমতার শিবিরে ফিরে গিয়ে তিনি আপাতত আসানসোলে শুভেন্দু-বাবুলকে টক্কর দিতে তৈরি হচ্ছেন। আসানসোলে শুভন্দু বাবুলের রোডশোর পাল্টা রোড শোতে খুব শিগগিরিই তিনি নামবেন বলে খবর।

পোস্টার নিয়ে তৃণমূলের বার্তা

পোস্টার নিয়ে তৃণমূলের বার্তা

জিতেন্দ্রর বিরুদ্ধে পোস্টার নিয়ে তৃণমূল রীতিমতো অস্বস্তিতে। বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার বার্তা দিয়েছে তৃণমূল। যারাই জিতেন্দ্রর নামে এমন পোস্টার দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বলে জানিয়েছে তৃণমূল।

English summary
West Bengal Assembly Election 2021, Poster on Jitendra Tiwari based on BJP theme song creates stir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X