For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মশলার' জবাব 'মশলায়'! ভোটের আগে মদন মিত্রের বাক্যবাণে ফের নয়া বিতর্ক

'মশলার' জবাব 'মশলায়'! মদন মিত্রের বাক্যবাণে ফের নয়া বিতর্ক

  • |
Google Oneindia Bengali News

পুরুলিয়ার সভায় তিনি সাফ জানিয়েছিলেন উইকেট থেকে, হাতা খুন্তির বন্দোবস্ত তিনি করে দেবেন। মদন মিত্রের সেই বক্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। শুরু হয় বিতর্ক। এরপর আরও এক বক্তব্যে বিতর্কের ঝড় তুললেন মদন মিত্র।

 মদন মিত্র ও পুরুলিয়ার সভা

মদন মিত্র ও পুরুলিয়ার সভা

পুরুলিয়াতে তিনি বলেছিলেন অনেতেই পুরুলিয়াকে মেদিনীপুর করতে চাইছেন। তবে মদন মিত্র সেই প্রসঙ্গে 'মিরজাপুর' ওয়েব সিরিজের প্রসঙ্গ তুলে বলেন, মেদিনীপুর করতে চাইলে তিনি মিরজাপুর করে দেবেন। জানিয়েছিলেন 'হাতা, খুন্তির প্রয়োজন হলে' তা তিনি যোগান দেবেন। সেই বক্তব্য নিয়ে মদন মিত্রকে ঘিরে বিস্তর বিতর্ক হয়। এরপর নোয়াপাড়ার সভা নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক।

নির্বাচনে 'মশলা' প্রসঙ্গ

নির্বাচনে 'মশলা' প্রসঙ্গ

'মায়েরা জানেন কৃষ্ণের পুজো দিতে গিয়ে কী রান্না করতে হবে । কী মশলা দিত হবে তা জানেন।' এই বক্তব্য রেখে মদন মিত্র মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, 'তেমনই ডানদিকে যাঁরা রয়েছেন, আপনারাও মনে মনে ঠিক করে রাখুন, যে নির্বাচনের রান্না করতে গেলে কী কী লাগবে। সেগুলোর লিস্ট বানিয়ে দিন।'

'আমি প্রকাশ্য জনসভায় বলছি'

'আমি প্রকাশ্য জনসভায় বলছি'

এরপরই মদন মিত্রের বার্তা 'আমি প্রকাশ্য জনসভায় বলছি আমরা দায়িত্ব নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেব।' মদন মিত্র সুর চড়া করে বলেন, 'মশলা নিয়ে খেলা হলে, মশলা দিয়েই জবাব দেব।' তিনি বলেন, 'আমি যে মশলাগুলো বলছি, সেগুলো দুপুরে আনা যায় না। সকালে আনা যায় না।'
তিনি জানান, 'খেলা হলে' উইকেট বাসের মাথায় কীভাবে আনতে হবে।

সুনীল সিংয়ের পাল্টা জবাব

সুনীল সিংয়ের পাল্টা জবাব

এদিকে মদন মিত্রের এই বক্তব্য় নিয়ে নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং পাল্টা জবাবে বলেছেন, ' মশলা,গুলি,বোমা দিয়ে নয়, মানুষকে সঙ্গে নিয়ে ভোট হবে এবং মানুষই শেষ কথা বলবে।'

'শোনার ধৈর্য নেই, হুকুম চালাচ্ছেন শুধু' , কৃষক বিক্ষোভ ইস্যুতে তৃণমূল সহ বিরোধীরা সোচ্চার রাজ্যসভায়'শোনার ধৈর্য নেই, হুকুম চালাচ্ছেন শুধু' , কৃষক বিক্ষোভ ইস্যুতে তৃণমূল সহ বিরোধীরা সোচ্চার রাজ্যসভায়

English summary
West Bengal Assembly Election 2021, Madan Mitra in another Controversy over his remark in Noapara
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X