For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কারাকোরামে দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের পর্বতারোহীদের দল! খোঁজ নেই শেরপার

পশ্চিমবঙ্গের পর্বতারোহীদের অতি পরিচিত পেম্বা শেরপা কারাকোরামের একটি শৃঙ্গ জয় করে ফেরার পথে বরফের খাঁজে আটকে পড়েছেন।

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গ ও পুনের পর্বতারোহীদের নিয়ে কারাকোরামের সাসেরকাংরি-৪ পর্বতশৃঙ্গ অভিযানে গিয়ে দুর্ঘটনায় পড়লেন অভিজ্ঞ পর্বতারোহী পেম্বা শেরপা। শুক্রবার বিকেলে অভিযান শেষ করে ক্যাম্পে ফেরার পথে বরফের খাঁজে আটকে যান তিনি। আটবার এভারেস্ট জয় করা পেম্বা পশ্চিমবঙ্গের পর্বতারোহীদের অত্যন্ত ঘনিষ্ঠ। তাঁর উদ্ধারের কাজ চলছে।

পাহাড় চুড়ায় দুর্ঘটনা! বরফের খাঁজে আটকে ম্যাক-এর শেরপা

প্রত্যেক বছরের মতোই কৃষ্ণনগরের মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্য গিয়েছিলেন পর্বত অভিযানে। এর আগে এই অ্যাসোসিয়েশনের হয়েই এভারেস্ট জয় করেছিলেন বসন্ত সিংহ রায় ও দেবাশীষ ভট্টাচার্য। সেবারেও তাঁদের সঙ্গী ছিলেন পেম্বা। এইবার বসন্তবাবুর নেতৃত্বে কারাকোরাম পর্বতমালার দুর্গম সাসেররাংরি-৪ শৃঙ্গ জয় করতে গিয়েছিলেন মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অব কৃষ্ণনগর বা ম্য়াকের সদস্যরা। গাইড ছিলেন সেই বিশ্বস্ত অভিজ্ঞ পেম্বা। তাঁদের সঙ্গী হয়েছিল পুনের একটি পর্বতারোহীদের দলও।

শুক্রবার দুপুরেই এক এক করে অভিযাত্রীরা পেম্বার পথনির্দেশে শৃঙ্গ জয় করেন। কিন্তু বিপত্তি বাধে ফেরার পথে। পর্বতারোহীরা বলে থাকেন শৃঙ্গে ওঠার থেকে নামা বেশি কঠিন। সেই নামার সময়ই পেম্বা একটি বরফের খাঁজে আটকে যায় বলে খবর পাওয়া গিয়েছে। সেই থেকে এখনও তাঁর খোঁজ মেলেনি।

দলটির সঙ্গে ছিলেন পেমাবর ভাই পাসাং-সহ আরও কয়েকজন দক্ষ শেরপা। তাঁরা সঙ্গে সঙ্গেই উদ্ধারের কাজে লেগে পড়েন। এছাড়া ওই অঞ্চলে অপর একটি শৃঙ্গে আরোহণ করছিলেন আইটিবি-র সদস্যরাও। খবর পেয়ে তাঁরাও উদ্ধারকাজে হাত লাগান। কিন্তু বরফের খাঁজের ওই জায়গায় পৌঁছনোটাই উদ্ধারকারীদের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে।

কিন্তু কীভাবে পেম্বার মতো অভিজ্ঞ শেরপা দুর্ঘটনায় পড়লেন, তাঁর উদ্ধার সম্ভব হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তবে বাকি পর্বতারোহীরা নিরাপদেই আছেন বলে জানা গিয়েছে।

English summary
Well-known to the West Bengal rock climbers Pemba Sherpa got stuck in a crevice when he was returning after climbing a Karakoram summit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X