For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাঁকিয়ে শীত কি রাজ্যে খুব শিগগির আসছে! আবহাওয়ার অফিসের রিপোর্ট কোন সুখবর দিচ্ছে

  • |
Google Oneindia Bengali News

দুর্গাপুজো শেষ হতেই কালীপুজোর শুরু থেকে খানিকটা শীতের মেজাজ আসতে শুরু করেছিল। হেমন্তের আগমনেই শুরু হয়ে যায় শীতকে উপভোগ করার পালা। তবে এবারে আবহাওয়ার মেজাজ যেন ছিল খানিকটা অন্যরকমের। দুর্গাপুজোর শুরু থেকে কালীপুজো পর্যন্ত আকাশের মুখ ভার দেখেই কেটেছে বাঙালির। এমনকি জগদ্ধাত্রী পুজো মিটতেই বুলবুল-হানায় আরও জেরবার হয়ে যায় শীতের মেজাজ। এমন এক পরিস্থিতিতে এবার সুখের খবর শোনা যাচ্ছে আবহাওয়া দফতরের তরফে।

তাপমাত্রা কত হতে পারে?

তাপমাত্রা কত হতে পারে?

হাওয়া অফিস সূত্রের খবর , এই সপ্তাহ থেকেই পড়তে পারে শীত। কলকাতার তাপমাত্রা আগামী কয়েকদিনের মাথাতেই হতে পারে ১৮ ডিগ্রি। রাজ্যের অন্যান্য জায়গায় তাপমাত্রা নেমে সর্বনিম্ন হতে পারে ২ থেকে ৩ ডিগ্রি। ফলে এবার আলমারি থেকে স্বচ্ছন্দ্যে বের করে ফেলতে পারেন সোয়েটার!

উত্তরভারতের শুরু তুষারপাত

উত্তরভারতের শুরু তুষারপাত

উত্তর ভারতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তুষারপাত। জম্মু ও কাশ্মীরে রীতিমতো তুষারে আবৃত হতে শুরু করেছে গোটা এলাকা। হিমাচলপ্রদেশেও একই পরিস্থিতি। উত্তরপশ্চিম ভারতেও নেমে এসেছে তাপমাত্রার পারদ। আর এবার পালা বাংলার পারদ নামবার।

শীতের আমেজ কবে থেকে?

শীতের আমেজ কবে থেকে?

আবহাওয়া দফতর সূত্রের খবর এই সপ্তাহ থেকেই সন্ধ্যে থেকে শীতের আমেজ নামতে পারে। ফলে তাপমাত্রা আরও খানিকটা নামবার সম্ভাবনা রয়েছে এই কয়েক দিনের মধ্যে। ফলে 'ঝুপ' করে শীত নামার অপেক্ষা এবার শুরু করতেই পারে বাঙালি।

শীত কি পাকাপাকিভাবে এখনই আসছে?

শীত কি পাকাপাকিভাবে এখনই আসছে?

আবহাওয়ার পূর্বাভাস বলছে, শীত পাকাপাকিভাবে এখনই আসছে না। এই সপ্তাহে শীতের হালকা দেখা মিললেও , কমলালেবু খেতে খেতে রোদ পোহানোর সুখ এখনই পাওয়া যাবে না। তার জন্য আর কয়েকদিনের অপেক্ষা বাকি রয়েছে।

 আজকের তাপমাত্রা

আজকের তাপমাত্রা

মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে সর্বনিম্ন ২০.৩ ডিগ্রির আশপাশে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। ফলে এবার ধীরে ধীরে শীত আসার কাউন্টডাউনে মেতে উঠতে পারে বাঙালি!

English summary
Weather Update of West Bengal on Winter of 19th November.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X