Weather Update: সকাল থেকেই মেঘলা আকাশ, কোন পথে সাগরের নিম্নচাপ? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস
সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা। উত্তরবঙ্গের বৃষ্টি আপাতত চলবে। দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। সাগরে নিম্নচাপের ওপরে নজরদারি চালাচ্ছে আবহাওয়া দফতর।


উত্তরবঙ্গে বৃষ্টি চলবে
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ মে শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোনও কোনও জায়গায় ঝড়ের সম্ভাবনাও রয়েছে প্রথম ২৪ ঘন্টায়। এছাড়া আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ মে শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সবকটি .জেলারই কোথাও না কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতায় মেঘলা আকাশ
গত কয়েকদিনের মতো আগামী ২৪ ঘন্টাতেও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে সর্বোচ্চ ৮৮ শতাংশের আশপাশে।

সম্ভাব্য ঘূর্ণিঝড় ও তার গতিপথ
আবহাওয়া দফতর জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ আন্গামান সাগর এবং সন্নিহিত এলাকায়। যার ফলে ৬ মে নাগাদ একই এলাকায় নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে । তারপর পরবর্তী ৪৮ ঘন্টায় তা শক্তি বাড়াতে পারে এবং গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে তা পশ্চিমবঙ্গ কিংবা ওড়িশা উপকূলে এসে পৌঁছবে কিনা তা এখনই বলতে পারছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। তবে এর ওপর নজরদারি চালাচ্ছেন তাঁরা। বর্তমানের ঘূর্ণাবর্তের প্রভাবে ৬ ও ৭ মে আন্দামান দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। মৎস্যজীবীদের আপাতত ৬ মে-র মধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আন্দামান সাগর এবং সন্নিগিত দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ৭ মের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ৭৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৮ মে ঝড়ের বেগ বেড়ে ঘন্টায় ৭৫ কিমি পর্যন্ত হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.৯ (২১.৮)
বহরমপুর ২৬.২ (২৪.৪)
বাঁকুড়া ২৬ (২২.৫)
বর্ধমান ২১ (২১.৬)
কোচবিহার ২২.৯ (২২.৫)
দার্জিলিং ১১.৬ (১২.৫)
দিঘা ২৭.৫ (২০.৫)
কলকাতা ২৬.৯ (২৪.৭)
মালদহ ২৪.৭ (২৩.২)
শিলিগুড়ি ২৪.৬ (২২.৯)
শ্রীনিকেতন ২৫ (২১.৫)
রাহুল গান্ধীর নেপাল সফরের আরও ছবি প্রকাশ্যে! প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় ছবি গায়িকার