শীতের ভাবগতিক কেমন! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া ও তাপমাত্রা একনজরে
জাঁকিয়ে শীত যেন কিছুতেই পড়ছে না! ডিসেম্রে বাঙালি যে কাঙ্খিত শীতের আমেজের জন্য অপেক্ষা করে থাকে, সেই শীত কার্যত উধাও হচ্ছে ধীরে ধীরে। সর্বনিম্ন তাপমাত্রা ক্রমাগত নিম্নমুখী। একনজরে দেখা যাক রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি।

প্রবল বৃষ্টি শুরু কোথায়?
সাইক্লোন নিভারের পর সাইক্লোন বুরেভি আছড়ে পড়ার কারণে প্রবলভাবে বিধ্বস্ত গোটা দক্ষিণভারত। দক্ষিণ ভারতের একাধিক জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। ফলে কেরলের একাধিক এলাকায় জারি রয়েছে কমলা সতর্কতা।

উত্তর ভারতে পর পর ঝঞ্ঝা
উত্তর ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করবে। যার প্রভাবে জম্মু ও কাশ্মীর ছাড়াও, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী কয়েক ঘন্টায়। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া বাধা প্রাপ্ত হচ্ছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৩.৮
বালুরঘাট ১৫.২
বাঁকুড়া ১৪.৩
ব্যারাকপুর ১৪
বরহমপুর ১৫
বর্ধমান ১৩.৬
ক্যানিং ১৫.৪
কোচবিহার ১২.৬
দার্জিলিং ৬.৪
দিঘা ১৭.০
দমদম ১৬.৩
শ্রীনিকেতন ১৩.৬

কলকাতার তাপমাত্রা
এদিন কল্লোলিনী তিলোত্তমা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে স্বভাবতই বোঝা যাচ্ছে যে শহরের তাপমাত্রা ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডা প়ার সমর্থক নয়।