For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোশেখেই বৌমা চাই, ফেসবুকে আবেদন কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদকের

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৫ মার্চ : উপযুক্ত সময় হলে ছেলে-মেয়ের বিয়ে দিতে চান সব বাবা-মাই। এতে আশ্চর্যের কিছুই নেই। নানা পত্রপত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া চলতে থাকে ভুরি ভুরি। তবে ছেলের বিয়ে দিতে চেয়ে আবেদন করার ব্যাপারে কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদক নিখিলরঞ্জন দে-র জুড়ি মেলা ভার। ছেলের বিয়ে দিতে চেয়ে একেবারে হাইটেক পথ অবলম্বন করেছেন তিনি। নিজের ফেসবুক পেজে ছেলের ছবি সহ সংক্ষিপ্ত জীবনপঞ্জী তুলে দিয়েছেন তিনি। চেন্নাইয়ে কর্মরত ইঞ্জিনিয়ার ছেলের পরিচয় দিয়ে সঙ্গে আবেদন জানিয়ে লিখেছেন, "আমরা ওর জীবনসঙ্গী খুঁজছি।" যোগাযোগের জন্য নিজের মোবাইল নম্বরও পোস্ট করেছেন তিনি।

বোশেখেই বৌমা চাই, ফেসবুকে আবদার কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদকের


হঠাৎ কেন ফেসবুকের মতো স্যোশাল নেটওয়ার্কিং সাইটে ছেলের বিয়ের বিজ্ঞাপন দিতে গেলেন নিখিলবাবু? পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সামনেই পৌরসভা নির্বাচন নিয়ে ব্যস্ততা তুঙ্গে রয়েছে। সময়ের বড়ই অভাব। তাই ছেলের জন্য 'উপযুক্ত' পাত্রী চেয়ে শেষমেশ ফেসবুকেই আবেদন করেছেন কোচবিহারের জেলা বিজেপির সাধার সম্পাদক নিখিলরঞ্জন দে। ছেলের মায়ের আবদার মেনে বিয়েও দিতে চান এই বৈশাখেই।

বোশেখেই বৌমা চাই, ফেসবুকে আবেদন কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদকের

দেখা যাচ্ছে, গত ২১ মার্চ ছেলের ছবি আপলোড করে ফেসবুকে পাত্রী চাই স্ট্যাটাস দেন নিখিলরঞ্জন। উপযুক্ত পূত্রবধূর চেয়ে কোচবিহার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী নিখিলবাবু বলেন, "ছেলে অনেক দূরে একা রান্নাবান্না করে খাচ্ছে বলে ওর মা এবার বছরের প্রথম মাস শুভ ধরে নিয়ে বৈশাখেই বিয়ের বায়না ধরেছে। বাবা হিসেবেও উপযুক্ত পাত্রীর সন্ধান পেলে আমিও দেরি না করে বৈশাখেই ছেলের বিয়ে দিতে চাইছি। তাছাড়া ওই সময়টা ছুটি পেতে ওর সুবিধে হবে। কিন্তু প্রচারের ব্যস্ততার মধ্যে ওই ব্যাপারে খোঁজখবর নেওয়ার তেমন সময় হচ্ছে না। তাই ফেসবুকে ওই পোস্ট দিয়েছি।"

নিখিলবাবুর পোস্ট ইতিমধ্যেই সরেস আলোচনায় ইন্ধন জুগিয়েছে। কমেন্ট করে কেউ লিখেছেন, সবাই মিলে খোঁজ লাগাও। অন্য একজন আবার সম্মতি জানিয়ে বলেছেন, খোঁজ থাকলে জানাব। কেউ আবার নিমন্ত্রনের আবদার জানিয়ে রেখেছেন। ফলে সবমিলিয়ে নিখিলবাবুর স্ট্যাটাস আপডেট সুপারহিট।

English summary
"Wanted bride for my son", coochbehar bjp secretary updated his status in FB
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X