For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে স্বাগত জানাল বিশ্ব হিন্দু পরিষদ

অযোধ্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে স্বাগত জানাল বিশ্বহিন্দু পরিষদ। অযোধ্যা নিয়ে রায় বেরনোর আগে দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করবেন।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে স্বাগত জানাল বিশ্বহিন্দু পরিষদ। অযোধ্যা নিয়ে রায় বেরনোর আগে দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করবেন। যদিও এখনও তিনি এনিয়ে কোনও মন্তব্য করেননি। তাঁর এই অবস্থানকেই স্বাগত জানিয়েছে বিশ্বহিন্দু পরিষদ।

দলে জানিয়েছিলেন, মন্তব্য করবেন তিনি নিজেই

দলে জানিয়েছিলেন, মন্তব্য করবেন তিনি নিজেই

অযোধ্যার রায় প্রকাশের আগেই প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দিয়েছিলেন। নিজের দলের জনপ্রতিনিধিদের নিজের নিজের এলাকায় শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন অযোধ্যা নিয়ে কোন প্রতিক্রিয়া দেওয়ার হলে তিনি নিজেই সেটা দেবেন, অন্য কেউ নয়।

রায় প্রকাশের পর কোনও মন্তব্য নয়, লিখেছেন কবিতা

শনিবার সকালে রায় প্রকাশের পর থেকে তাঁকে কোনও রকমের মন্তব্য করতে দেখা যায়নি। সন্ধেয় নিজের ফেসবুক পেজে একটি কবিতা আপলোড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে তিনি শুরু করেছেন, অনেত সময় কথা না বলেও, অনেক কথা বলা হয়ে যায়।

অবস্থান স্বাগত বিশ্বহিন্দু পরিষদের

অবস্থান স্বাগত বিশ্বহিন্দু পরিষদের

মুখ্যমন্ত্রী অযোধ্যাকে যে এখনও রাজনৈতিক ইস্যু করেননি, এই অবস্থানকে স্বাগত জানিয়েছে বিশ্বহিন্দু পরিষদ। অযোধ্যা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক নির্দেশ পালন করবে বলে আশা করে বিশ্বহিন্দু পরিষদ। পাশাপাশি কোনও মন্ত্রী কিংবা নেতাদের অযোধ্যা নিয়ে মন্তব্য করতে যে বারণ করেছেন, তাকে স্বাগত জানাচ্ছে বিশ্বহিন্দু পরিষদ।

অযোধ্যা নিয়ে কৃতিত্ব নিতে চায় না বিশ্বহিন্দু পরিষদ

অযোধ্যা নিয়ে কৃতিত্ব নিতে চায় না বিশ্বহিন্দু পরিষদ

বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চবীয় ক্ষেত্রীয় প্রচারক অমিয় সরকার জানিয়েছেন, তারাই রামমন্দিরের আন্দোলন শুরু করেছিলেন, সেই কৃতিত্ব তারা নিতে চান না। বরং বিষয়টিকে দীর্ঘদিন ধরে হিন্দু সমাজের লড়াইয়ের মানসিকতার ফল বলেও মনে করেন তিনি। পাশাপাশি আদালতের রায়ে মুসলিমপক্ষের যে কেউ আঘাত পেয়েছে, তা তারা মনে করেন না।

<strong>মহারাষ্ট্রে সরকার গঠন: রাজনৈতিক আসরে জব্বর বোমা ফাটালেন শরদ! 'পাওয়ার' গেম শুরু </strong>মহারাষ্ট্রে সরকার গঠন: রাজনৈতিক আসরে জব্বর বোমা ফাটালেন শরদ! 'পাওয়ার' গেম শুরু

English summary
VHP welcomes Mamata Banerjee's stand on Ram Mandir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X