For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাঁসখালিতে গণনা কেন্দ্রে বিরোধীদের ঢুকতে বাধা, উত্তেজনা এলাকায়

রাজারহাট থেকে চোপড়া, রাজ্য়ের বিভিন্ন জয়গায় গণনার দিন সকাল থেকেই একের পর এক উত্তেজনার খবর আসতে থাকে। তালিকা থেকে বাদ গেলনা নদিয়ার হাঁসখালি। সেখানের গণনা কেন্দ্রের ছবিটাও কার্যত একই ।

  • |
Google Oneindia Bengali News

রাজারহাট থেকে চোপড়া, রাজ্য়ের বিভিন্ন জয়গায় গণনার দিন সকাল থেকেই একের পর এক উত্তেজনার খবর আসতে থাকে। তালিকা থেকে বাদ গেলনা নদিয়ার হাঁসখালি। সেখানের গণনা কেন্দ্রের ছবিটাও কার্যত একই । নদিয়ার হাঁসখালিতে গণনাকেন্দ্রে বিরেধী এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল শাসক তৃণমূলের বিরুদ্ধে।

হাঁসখালিতে গণনা কেন্দ্রে বিরোধীদের ঢুকতে বাধা, উত্তেজনা এলাকায়

[আরও পড়ুন: বন্দুক উঁচিয়ে শাসানি বিরোধী এজেন্টদের দিকে! গুলিবিদ্ধ ২, ভাঙচুর-অবরোধে উত্তপ্ত চোপড়া ][আরও পড়ুন: বন্দুক উঁচিয়ে শাসানি বিরোধী এজেন্টদের দিকে! গুলিবিদ্ধ ২, ভাঙচুর-অবরোধে উত্তপ্ত চোপড়া ]

হাঁসখালিতে বিরোধীদের গণনাকেন্দ্রে ঢুকতে না দেওয়া নিয়ে উত্তে জনা ছড়ায়। ঘচনার জেরে সেখান থেকে গণ্ডগোলের খবরও পাওয়া যাচ্ছে। ঘটনার প্রেক্ষিতে জেলাশাসকের দ্বারস্থ হন বিরোধী এজেন্টরা। জেলাশাসকদের কাছে অভিযোগ জানানো হয়েছে বলেও খবর। এদিকে, জেলার ফুলিয়াতেও দেড়ঘণ্টা বাদে গণনা শুরু হয় বলে খবর।

উল্লেখ্য, গতকাল রাত থেকে বিরোধীদের একাধিক অভিযোগ ছিল ফুলিয়ায়। বেশিরভাগ অভিযোগই গণনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে ওঠে। এদিন সকালে গণনা শুরু হতেই , উত্তেজনা ছড়াতে থাকে। তবে পোলিং এজেন্টদের জন্য সেখানে সঠিক বন্দোবস্ত না থাকায় ফুলিয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন ভোটকর্মীরা। সেই কারণে দেড়ঘণ্টা বাদে শুরু হয় ভোট গণনা।

[আরও পড়ুন: গণনার দিন সকালে তৃণমূল-নির্দল সংঘর্ষ, মারধর বিজেপি কর্মীদের, উত্তপ্ত মাথাভাঙা ][আরও পড়ুন: গণনার দিন সকালে তৃণমূল-নির্দল সংঘর্ষ, মারধর বিজেপি কর্মীদের, উত্তপ্ত মাথাভাঙা ]

English summary
Two centers Of Nadia district faces Problem during poll counting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X