For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রহস্য বাড়িয়ে হঠাৎ করে টুইট মুছলেন প্রণব-পুত্র! অভিজিতের তৃণমূলে যোগ কি সময়ের অপেক্ষা

বিধানসভা নির্বাচনে বড় সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। স্বাধীনতার পর প্রথম বাংলাতে কংগ্রেসের এত খারাপ ফল। এই পরিস্থিতিতে অধীর চৌধুরীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক নেতা। এরই মধ্যে মুর্শিদাবাদ কংগ্রেসে ভাঙনের ভ্রুকুটি।

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচনে বড় সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। স্বাধীনতার পর প্রথম বাংলাতে কংগ্রেসের এত খারাপ ফল। এই পরিস্থিতিতে অধীর চৌধুরীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক নেতা। এরই মধ্যে মুর্শিদাবাদ কংগ্রেসে ভাঙনের ভ্রুকুটি।

গত কয়েকদিন আগেই প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায়ের জঙ্গিপুরের বাড়িতে তৃণমূলে মন্ত্রী-সাংসদ বিধায়কের একসঙ্গে উপস্থিতি সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। প্রথমে এমন কিছু নয় বললেও নতুন করে প্রণব-পুত্রকে নিয়ে শুরু হয়েছে জল্পনা!

দলবদল নিয়ে জল্পনা!

দলবদল নিয়ে জল্পনা!

জঙ্গিপুরে প্রণব মুখোপাধ্যায়ের তৈরি বাড়িতে যান রাজ্যের মন্ত্রী আখরুজ্জমান, সাংসদ খলিলুর রহমান, বিধায়ক মহঃ সোহরাব, ইমানি বিশ্বাস, আমিরুল ইসলাম এবং জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ আবু তাহের খান। বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা হয় অভিজিৎ মুখোপাধ্যায়ের। এরপরেই অভিজিৎ মুখোপাধ্যায়ের দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়। স্বাধীনতার পরে প্রথমবার রাজ্যে কংগ্রেসের বিধানসভার ঝুলি শূন্য। ২০২১-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে ২২ টি আসনের মধ্যে ২০ টি আসনে হওয়া নির্বাচনে তৃণমূল পায় ১৮ টি আসন। তারপর বর্ষীয়ান কংগ্রেস নেতা মইনুল হক কংগ্রেস ছাড়তে চলেছেন বলে জল্পনা তৈরি হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম।

জল্পনা উড়িয়েছেন অভিজিৎ

জল্পনা উড়িয়েছেন অভিজিৎ

যদিও সংবাদ মাধ্যমের সামনে জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি দাবি করেছেন, আবু তাহের ফোন করে বলেন, চা খেতে আসছেন। তিনি তখন আসতে বলেন। আর যাঁরা বাড়িতে এসেছিলেন, তাঁদের প্রত্যেকের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভাল। তিনি আরও বলেন, কেউই বাবার (প্রণব) শ্রাদ্ধে যেতে পারেননি। ফলে প্রত্যেকেই বাবা-মায়ের ছবিতে শ্রদ্ধা জানান। পরে চা-পর্ব শেষে চলে যান। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায়।

দলবদল করছি না, টুইট করে দাবি

দলবদল করছি না, টুইট করে দাবি

একঝাঁক তৃণমূলের নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পর ঘনিষ্ঠ মহলে তৃণমূলে যোগ দেওয়ার কথা জানিয়ে ছিলেন প্রণব-পুত্র অভিজিৎ। কিন্তু খবর ফাঁস হয়ে যেতেই চাপ বাড়ে। এরপরেই টুইট করেন অভিজিৎ। শুক্রবার অভিজিৎ মুখোপাধ্যায়ের দলবদলের ইঙ্গিত নিয়ে যখন আলোচনা চলছিল, তখন নিজেই একটি টুইট করেছিলেন তিনি। লিখেছিলেন, 'আমি এই বিষয়ে কিছু বলিনি।' অর্থাৎ তিনি যে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেননি, সেটাই দাবি করেন ওই টুইটে। কিন্তু দিন ঘুরতেই ফের একবার রহস্য বাড়ালেন প্রনব-পুত্র।

ডিলিট করলেন টুইট!

ডিলিট করলেন টুইট!

মুকুল রায় শুভ্রাংশ রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর এক নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও জল্পনা রয়েছে। আর এরই মধ্যে অভিজিৎ মুখোপাধ্যায়কে ঘিরে দানা বাদছে রহস্য। কারণ তৃণমূল নেতা-মন্ত্রীদের সঙ্গে দেখা করার পর যে টুইট প্রনব-পুত্র করেছিলেন তা ডিলিট করে দিয়েছেন তিনি। হঠাত কেন ডিলিট করা হল সেই টুইট তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি তৃণমূলের পথেই হাঁটছেন অভিজিৎ মুখোপাধ্যায়? উঠছে প্রশ্ন। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিজিৎ। তবে সূত্রের খবর এই সপ্তাহেই সম্ভবত দলবদল করতে পারেন কংগ্রেসে এই নেতা।

English summary
Tweet Deleted, Pranab Mukherjee's Son Fuels Suspense Over Trinamool Entry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X