For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্দিরে ঢুকতে বাধা বিজেপি প্রার্থী বাপ্পি লাহিড়িকে, অভিযোগ তৃণমূলের দিকে

Google Oneindia Bengali News

মন্দিরে ঢুকতে বাধা বিজেপি প্রার্থী বাপ্পি লাহিড়িকে, অভিযোগ তৃণমূলের দিকে
হুগলি, ৬ এপ্রিল: 'সাম্প্রদায়িক বাপ্পি লাহিড়িকে ঢুকতে দেওয়া হবে না। দাঙ্গা নেতা নরেন্দ্র মোদীর প্রতিনিধি ফিরে যাও।' শনিবার দিন নিজের লোকসভা কেন্দ্রের রাধাবল্লভ মন্দিকে ঢুকতে গেলে এভাবেই বিজেপির গায়ক-সুরকার প্রার্থী বাপ্পি লাহিড়িকে বাধা দেওয়া হয়। অভিযোগ, তৃণমূলের কর্মী-সমর্থকরা অনবরত এই স্লোগান দিতে থাকেন। অভিযোগ, এই দলের নেতৃত্ব দিচ্ছিলেন শ্রীরামপুর শহরের তৃণমূল মহিলা শাখার সভাপতি ঝুম মুখোপাধ্যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক উত্তেজনা ছড়ায় এলাকায়।

প্রায় রোজই নিজের কেন্দ্র শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় ঘুরে প্রচার চালাচ্ছেন বাপি৷ শনিবার সকাল এগারোটা নাগাদ রাধাবল্লভ মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় ভাবেন পুজো দেবেন। আর তাই গাড়ি থামিয়ে মন্দিরে ঢুকতে যান বাপ্পি। ঠিক তখনই জনতা চিৎকার করে বাপ্পির বিরুদ্ধের স্লোগান দিতে শুরু করে। 'সাম্প্রদায়িক বাপ্পি লাহিড়িকে ঢুকতে দেওয়া হবে না। দাঙ্গা নেতা নরেন্দ্র মোদীর প্রতিনিধি ফিরে যাও।' কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে মুখোমুখি বিদ্রোহীদের সঙ্গে কথা বলতে চান। কিন্তু কোনও লাভ না হওয়ায়, মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য ঢোকেন। অভিযোগ ঝুম মুখোপাধ্যায় এবং তাঁর স্বামী রাজা মুখোপাধ্যায় বাপ্পিকে উদ্দেশ্য করে কটূক্তি করেন৷

এর পর মন্দির থেকে বেরিয়ে আসেন বাপ্পি। তখনও বাপ্পির বিরুদ্ধে ধিক্কার স্লোগান চলছিল। সে সময় বাপি প্রতিবাদ করলে তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয় তৃণমূল নেত্রীর সঙ্গে। ততক্ষণে এই খবর ছড়িয়ে পড়েছে এলাকায়। একদল বিজেপি সংর্থকও ততক্ষণে চলে এসেছেন মন্দিরের সামনে। তৃণমূলের স্লোগানের পাল্টা জবাব দেন বিজেপি সমর্থকরা। তাঁরা স্লোগান দিতে থাকেন, 'সারদা চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত হওয়া উচিত। তোমরা গণতান্ত্রিক নির্বাচনের প্রচার বন্ধ করতে পারবে না।' বিজেপির লোকজন সংখ্যায় বেশি থেকে এর পর সেখান থেকে চলে যান তৃণমূল কর্মী-সমর্থকরা।

এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন বাপি। তিনি বলেন, আমি সাম্প্রদায়িক নই।আমার হাতে দক্ষিণেশ্বরের তাগা বাঁধা রয়েছে। আমি আজমের শরিফে গিয়ে অর্ঘ্য চড়িয়ে এসেছি। দেশের অন্যান্য বড় বড়বড় দর্গাতেও গিয়েছি। আমি শ্রীরামপুরের ফুরফুরাশরিফের আশপাশে পর্যটনকেন্দ্র গড়ে তুলতে চাই। ওঁরা চেঁচিয়ে আমার প্রচার বন্ধ করতে পারবে না। আমি আমার মতো করে প্রচার চালাব। স্থানীয় বিজেপি কর্মীদের কটাক্ষ, পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝেই তৃণমূলের এই আচরণ৷

English summary
Trinamool workers heckle Bappi at temple
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X