For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোচবিহারে তৃণমূল কর্মীকে গুলি, বিজেপির বিরুদ্ধে অভিযোগ

এক তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের শীতলকুচির মোল্লাঙ্গি বাজারে। ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে রাজ্যের শাসক দল।

  • By Kamal Guha
  • |
Google Oneindia Bengali News

এক তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের শীতলকুচির মোল্লাঙ্গি বাজারে। ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে রাজ্যের শাসক দল। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকেই এর জন্য দায়ী করেছে বিজেপি।

কোচবিহারে তৃণমূল কর্মীকে গুলি, বিজেপির বিরুদ্ধে অভিযোগ

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মিরাজ মিঞা এক ব্যবসায়ী তথা তৃণমূল কর্মী শীতলকুচির মোল্লাঙ্গি বাজারে নিজের দোকানেই শুয়েছিলেন। অভিযোগ, সেই সময় এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত খগেন বর্মন ও অজয় বাইকে এসে মিরাজকে লক্ষ্য করে গুলি চালায়। চিৎকার শুনে পড়শিরা ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা থেকে পালায় বলে অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় প্রথমে মিরাজ মিঞাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার আরো অবনতি হলে ওই তৃণমূল কর্মী কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে তাঁকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ মিরাজ মিঞার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।

English summary
Trinamool worker shot at Cooch Bihar, accused BJP, Political game on,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X