For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুব তৃণমূল করতে হবে তৃণমূলকর্মীকে! অদ্ভুত দাবিতে এখন আগুন জ্বলছে শাসকদলে

এবার আবার এক অদ্ভুত দাবি ওঠে। প্রহৃত দুই ভাই তৃণমূলেরই কর্মী। অথচ তাঁদের চাপ দেওয়া হচ্ছিল যুব তৃণমূল করার জন্য।

  • |
Google Oneindia Bengali News

যুব তৃণমূল আর তৃণমূল কংগ্রেস কি আলাদা পার্টি? তাই যদি না হবে- কেন এত আগুন জ্বলছে। সেই প্রশ্নটাই মাথাচাড়া দিয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের অন্দরে। আজ দীর্ঘদিন ধরে গোষ্ঠীকোন্দলে বিব্রত দল। এখন আবার অদ্ভুত এক দাবি উঠে পড়েছে দলের অন্দরেই। যুব তৃণমূল কংগ্রেস করতে হবে তৃণমূল কংগ্রেস কর্মীকে!

যুব তৃণমূল করতে হবে তৃণমূলকর্মীকে! অদ্ভুত দাবিতে এখন আগুন জ্বলছে শাসকদলে

সোমবার সকালে বাসন্তীর নির্দেশখালি যুব তৃণমূল কংগ্রেস করতে অস্বীকার করায় দুই ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সাদ্দাম হোসেন পিয়াদা ও সালাম হোসেন পিয়াদাকে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে।

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী প্রায়ই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ সাংঘাতিক রূপ নিতে থাকে। এবার আবার এক অদ্ভুত দাবি ওঠে। প্রহৃত দুই ভাই তৃণমূলেরই কর্মী। অথচ তাঁদের চাপ দেওয়া হচ্ছিল যুব তৃণমূল করার জন্য। তা নিয়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাদ্দাম ও সালামকে মারধর করা হয়। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূল যুব কংগ্রেস নেতা ইলিয়াস লস্কর ও তাঁর অনুগামীরা।

অভিযোগ, এই ঘটনা আসলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ইলিয়াসের ভয়ে সালাম-সাদ্দামের পরিবার তটস্থ। শুধু সালাম-সাদ্দামরাই নয়, তৃণমূলের একাংশ ইলিয়াসের বিরুদ্ধে আঙুল তুলেছে। তাঁদের ভয়ে তৃণমূলেরই একাংশ ঘরছাড়া বলেও অভিযোগ। তারপর ফের তৃণমূলের হাতে তৃণমূলের প্রহৃত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।

এদিন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজি হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। পুলিশ পিকেট বসানো হয়েছে। তারপর থেকে আপাত শান্ত এলাকা। এদিকে ইলিয়াসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে বাসন্তীর তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বাসন্তী রণক্ষেত্র হয়ে উঠেছিল তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে। বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে এক নাবালক-সহ দু-জনের মৃত্যু হয়েছিল। এবার যাতে আর হিংসা না ছড়ায় প্রশাসন চটজলদি ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও বারবার গোষ্ঠীকোন্দলের ঘটনা তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে।

English summary
Trinamool Congress Workers are beaten to deny to join as a youth tmc workers. Group clash of TMC is occurred again at Basanti of South 24 pargana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X