For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চুপচাপ পদ্ম ফুলে ছাপ! তবুও হরিণঘাটায় ক্ষমতা ধরে রাখল তৃণমূল

বিজেপির কাছে ধাক্কা খেয়েও ভোটাভুটিতে হরিণঘাটা পুরসভায় ক্ষমতা ধরে রাখল তৃণমূল। এদিন ভোটাভুটিতে তৃণমূল বিজেপিকে ৯-৮ ভোটে হারিয়ে দেয়।নতুন চেয়ারম্যান হয়েছেন মানিক ভট্ট।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির কাছে ধাক্কা খেয়েও ভোটাভুটিতে হরিণঘাটা পুরসভায় ক্ষমতা ধরে রাখল তৃণমূল। এদিন ভোটাভুটিতে তৃণমূল বিজেপিকে ৯-৮ ভোটে হারিয়ে দেয়। নতুন চেয়ারম্যান হয়েছেন মানিক ভট্ট। একইসঙ্গে যে ভোট পাওয়ার কথা তৃণমূলের তার থেকেও এক ভোট কম পাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে।

কয়েকদিন আগে দলবদল কাউন্সিলরদের একাংশের

কয়েকদিন আগে দলবদল কাউন্সিলরদের একাংশের

১৭ সদস্যের হরিণঘাটা পুরসভা ছিল বিরোধী শূন্য। যদিও দিন কয়েক আগে এই পুরসভাতেই ভাঙন দেখা দেয়। পুরপ্রধান যেমন পদত্যাগ করেন, ঠিক তেমনই ৭ কাউন্সিলর যোগ দেন বিজেপিতে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি ছিল, এই পুরসভা বিজেপির হাতে আসবে।

ভোটাভুটিতে তৃণমূলের জয়

ভোটাভুটিতে তৃণমূলের জয়

এদিন ভোটাভুটি হয় হরিণঘাটা পুরসভায়। তৃণমূলের পক্ষে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মানিক ভট্ট এবং বিজেপির তরফে দিলীপ রায়। ভোটাভুটিতে ১৭ জন সদস্যই অংশগ্রহণ করেন। গোপন ব্যালটে ভোট হয়। ৯-৮ ভোটে জিতে যায় তৃণমূল।

১ ভোট কম পাওয়ায় প্রশ্ন তৃণমূলে

১ ভোট কম পাওয়ায় প্রশ্ন তৃণমূলে

১৭ জন কাউন্সিলরের মধ্যে ৭ জন যোগ দিয়েছিলেন বিজেপিতে। ১০ জন ছিলেন তৃণমূলে। এদিনের গোপন ব্যালটে একটি ভোট কম পায় তৃণমূল। অন্যদিকে সেই ভোটটিই পেয়ে য়ায় বিজেপি। এটা পরিষ্কার যে জামা বদল না করা এক তৃণমূল কাউন্সিলর চুপচাপ পদ্মফুলে ছাপ দিয়েছেন।

[আরও পড়ুন:লোকসভা ভোটের পর প্রথম অমেঠি সফর রাহুলের, কেমন আপ্যায়ণ পেলেন তিনি][আরও পড়ুন:লোকসভা ভোটের পর প্রথম অমেঠি সফর রাহুলের, কেমন আপ্যায়ণ পেলেন তিনি]

[আরও পড়ুন:উল্টোডাঙা উড়ালপুলের ভবিষ্যত নির্ধারণ! পরিদর্শনে যাচ্ছে ৬ সদস্যের বিশেষজ্ঞ দল ][আরও পড়ুন:উল্টোডাঙা উড়ালপুলের ভবিষ্যত নির্ধারণ! পরিদর্শনে যাচ্ছে ৬ সদস্যের বিশেষজ্ঞ দল ]

English summary
Trinamool Congress retain power in Haringhata Municipality. TMC won by 9-8 by voting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X