For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চৈনিক আগ্রাসনের প্রতিবাদ, বদলে যাচ্ছে শিলিগুড়ির হংকং মার্কেটের নাম

চৈনিক আগ্রাসনের প্রতিবাদ, শিলিগুড়ির হংকং মার্কেটের নাম বদলের সিদ্ধান্ত ব্যবসায়ীদের

Google Oneindia Bengali News

লাদাখে ২০ জন জওয়ানের শহিদদের প্রতিশোধ নেওয়া শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। দেশ জুড়ে চিনা দ্রব্য বর্জনের আন্দোলন চলছে। রেল চিনা সংস্থাকে দেওয়া বরাত বাতিল করেছে। শিলিগুড়ি হংকং মার্কেটের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। শুধু তাই নয় চিনা সামগ্রি িবক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

হংকং মার্কেটের নাম বদলের সিদ্ধান্ত

হংকং মার্কেটের নাম বদলের সিদ্ধান্ত

লাদাখের চিনা আগ্রাসনের প্রতিবাদে শিলিগুড়ির হংকং মার্কেটে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। কোনওভাবেই চিনের নামের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চান না তাঁরা। সেকারণেই হংকং নাম বদলের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একই সঙ্গে কোনও চিনা সামগ্রিও সেখানে বিক্রি করা হবে না বলে জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য হংকং মার্কেেট চিনা সামগ্রি বিক্রি করা হয়ে থাকে।

চিনকে কোনও বরাত নয়

চিনকে কোনও বরাত নয়

চিন থেকে কোনও সামগ্রি কেনা হবে না বলে জানিয়ে দিয়েছে তারা। প্রায় ৬০০০ হাজার দোকান রয়েছে হংকং মার্কেটে। দেয়া হয়নি কোনও চিনা সামগ্রি কেনার অর্ডারও। ব্যবসায়ীরা বলেছেন চিনা সামগ্রি নিয়ে আর কোনও আপোষ করবেন না তাঁরা।

লাদাখে চিনা আগ্রাসনের প্রতিবাদ

লাদাখে চিনা আগ্রাসনের প্রতিবাদ

গোটা দেশ জুড়েই চিনা সামগ্রি বর্জনের ডাক দিয়েছেন দেশবাসী। একাধিক জায়গায় চিনা জিনিস পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। তিনা দূতাবাসের সামনেও চলেছে বিক্ষোভ। টিকটক সহ একাধিক অ্যাপ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

চিনা সংস্থার বরাত বাতিল রেলের

চিনা সংস্থার বরাত বাতিল রেলের

চিনা সংস্থাকে দেওয়া বরাত বাতিল করেছে ভারতীয় রেলওয়ে। প্রায় ৪১৭ কোটি টাকার বরাত বাতিল করা হয়েছে। েটলিকম মন্ত্রকের পক্ষ থেকে বিএসএনএল এবং এমটিএসকে চিনা যন্ত্রাংশের ব্যবহার কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চিন-ভারত সংঘর্ষের আবহেই ৩০০টি পণ্যের উপর বসতে পারে বাড়তি আমদানি শুল্ক চিন-ভারত সংঘর্ষের আবহেই ৩০০টি পণ্যের উপর বসতে পারে বাড়তি আমদানি শুল্ক

English summary
Treders of Siliguri Hong Kong market decide to change name after Ladakh standoff
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X